শিল্পকলায় ‘ভাগের মানুষ’
নাট্যদল ‘সময়’ এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৫ মে)। ১৯৭৭ সালের এই দিনে নাট্যদলের যাত্রা শুরু হয়। গণসংগীত দিয়ে এর যাত্রা শুরু হলেও পরবর্তী সময়ে সময় নিয়মিতভাবে পথ নাটক এবং মঞ্চ নাটক নির্মাণে মনযোগী হয়।
সময়ের উল্লেখযোগ্য পথ নাটকের মধ্যে রয়েছে কবর, রেফারি, জননী বীরাঙ্গনা, এখানে এখনো, গণরায়। উল্লেখযোগ্য মঞ্চ নাটকের মধ্যে রয়েছে আসমান তারা শাড়ি, একাত্তরের ক্ষুদিরাম, ভাগের মানুষ, সাদা ঘোড়া, শেষ সংলাপ, যযাতী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ মে) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘ভাগের মানুষ’ নাটকটি মঞ্চস্থ করবে দলটি।
উর্দু সাহিত্যের জনপ্রিয় লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যজন আলী যাকের। এটি ‘সময়’ এর ২৬তম প্রযোজনা।
১৯৯৭ সাল থেকে দেশে ও দেশের বাইরে নাটকটির প্রদর্শনী করে আসছে সময়। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, মৌসুমী আক্তার, মমিনুল হক সানী, চন্দন বোস, রাকিবুল হাসান, সাঈফ প্রমুখ।
এএম/এমএমএ/