ক্ষোভে দেশ ছাড়লেন প্রযোজক, বুবলী-সাইমনদের শুটিং বন্ধ
বুবলী, সাইমন সাদিক, রোশান ও আনিসুর রহমান মিলন অভিনীত মাল্টিকাস্ট সিনেমা ‘মায়া দ্য লাভ’। জসিম উদ্দিন জাকির পরিচালিত এই সিনেমার কাজ শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে।
ঢাকায় প্রথম লটের পর দ্বিতীয় লটের শুটিং হয়েছিল চট্টগ্রামে। এরপর শেষ ক্লাইমেক্স ও কিছু প্যাঁচওয়ার্কের শুটিং নিয়ে বাধে বিপত্তি। সাইমনের শিডিউল মিললে মেলে না বুবলীর।
আবার সাইমন-বুবলী রাজি হলেও রোশান থাকেন অন্য সিনেমার শুটিংয়ে। একটা পর্যায়ে সাইমন, বুবলী ও রোশানকেও একসঙ্গে পেলেন পরিচালক, কিন্তু আনিসুর রহমান মিলন সময় দিতে পারলেন না। যুক্তরাষ্ট্র থেকে আসার সুযোগই পাচ্ছেন না মিলন।
বিষয়টি নিয়ে দিশাহারা হয়ে ক্ষোভে দুঃখে প্রযোজক আলিনুর আশিক দেশ ছাড়লেন। গত মাসে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এই প্রযোজক। এমন পরিস্থিতিতে ‘মায়া দ্য লাভ’ নির্মাণের আশা ভেস্তে গেছে।
পরিচালক জসিম বলেন, আমি ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। সিনেমার ৭০ শতাংশ শুটিং শেষ। সামান্য কিছু দৃশ্য ও গান বাকি।
প্রযোজক আলিনুর আশিক বলেন, অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি শুরু করেছিলাম। সব শিল্পী ও কলাকুশলীকে অগ্রিম পারিশ্রমিক দিয়েছিলাম। কারো কোনো আবদার বাকি রাখিনি। অথচ শিডিউল দিতে সবাই গড়িমসি করেছেন। আমি মনের ক্ষোভে দেশ ছেড়েছি। পরিচালক জসিম ভাইয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই।
তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু পারলেন না। একটি কথা বলতে চাই, আমাদের দেশে এখন আর কোনো পেশাদার শিল্পী নেই। যে কারণে প্রযোজকরা একে একে মুখ ফিরিয়ে নিচ্ছেন ইন্ডাস্ট্রি থেকে। আমার ইচ্ছা ছিল বছরে অন্তত পাঁচটি ছবি নির্মাণ করব। সেই আমি দেশ ছাড়তে বাধ্য হলাম। আমি আরেকটি সিনেমার নাম নিবন্ধনও করেছিলাম। এসব অপেশাদারির কারণে সেটিও আর নির্মাণ করব না।
এএম/এমএমএ/