করোনায় আক্রান্ত পূর্ণিমা

দিন দিন বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ ভাইরাসের সংক্রামিত হচ্ছে সব শ্রেণি পেশার মানুষ। বিনোদন অঙ্গনেও প্রতিদিন কেউ না কেউ আক্রান্তের খবর দিচ্ছেন। এবার করোনায় আক্রান্ত হবার খবর দিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তিনি নিজেই বিষয়টি ফেসবুকে লেখেন, ‘করোনা পজিটিভ’।
দীর্ঘ ক্যারিয়ারে পূর্ণিমা মাঝে কিছুটা বিরতি নিয়েছিলেন। বিরতি ভেঙে নতুন করে আবারও মিডিয়ায় সরব হয়েছেন তিনি। নিয়মিত কাজ করছেন নাটক, সিনেমা ও ওয়েবসিরিজে।
বর্তমানে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে চলছে ‘টফি স্টার সার্চ’ ট্যালেন্ট হান্ট শো। প্রথমবারের মতো আয়োজিত এ শো-এর মূল পর্বগুলোর বিচারকও হয়েছেন পূর্ণিমা।
করোনার কারণে আবারও থমকে গেল তার কাজ। তাই করোনা জয় করে যাতে দ্রুত কাজে ফিরতে পারেন এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ চিত্রনায়িকা।
এএম/এসএন
