বাবা হলেন হ্যারি পটারের ড্যানিয়েল রেডক্লিফ

জেকে রাউলিংয়ের ‘হ্যারি পটার’ সিরিজের নায়ক ও চার পরিচালকের প্রধান চরিত্র ড্যানিয়েল রেডক্লিফ বাবা হয়েছেন।
দীর্ঘদিনের বান্ধবী, অভিনেত্রী ও লেখিকা এরিন ডার্কের গর্ভে তার পিতৃত্ব লাভ ঘটেছে। তবে এই দম্পতি তাদের সন্তানের লিঙ্গ, নাম বা তার জন্ম তারিখ জানাননি বলে ঘোষণা করেছেন রেডক্লিফের প্রচারণাকর্মী।
‘কিল ইউর ডারলিংস’ নামের ২০১৩ সালের ছবিটিতে এই যুগলের প্রথম দেখা। সিনেমাটিতে বিখ্যাত মাকিন কবি ও অধিকারকর্মী অ্যালেন গিন্সবার্গের চরিত্রটি করেছেন ড্যানিয়েল রেডক্লিফ।
তারপর থেকে আজতক ১০ বছর ধরে একত্রে আছেন রেডক্লিফ ও এরিন।
সর্বশেষ হ্যারি পটার কমেডি ও প্যারোডি গানের আইকন মার্কিনি উইয়ার্ড আল ইয়ানকোভিকের চরিত্রটি করেছেন ২০২২ সালের ছবি উইয়ার্ড: দ্য ইয়ানকোভিক স্টোরি’তে। তার সন্তানের মা ডাক ২০১৫ সালের বিখ্যাত ‘গুড গার্লস রিভল্ট’র জন্য খ্যাতিমান।
তিনি ‘মাভেলাস মিসেস মাইজল’ নামের আমাজনের হিট শোর জন্য খ্যাতি লাভ করেন।
ওএফএস/
