ঈদে ‘আগুন’ জ্বালাবেন লিন্ডা

ঢাকার মঞ্চে র্যাম্প মডেল হিসেবে এরই মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন লিন্ডা লিউ। গত ১০ বছর ক্যাটওয়াক, স্টিল ফটোশুটে তাকে বেশি দেখা গেলেও বর্তমানে এই মডেল মাঝে মধ্যেই হাজির হচ্ছেন ভিডিওতে।
ঈদ উপলক্ষে আরটিভি মিউজিকের ব্যানারে মুক্তি পাচ্ছে লিন্ডা অভিনীত নতুন গানের মিউজিক ভিডিও।
‘আগুন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজিয়া রহমান। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও মিউজিক করেছেন শোভন রায়।
লিন্ডা জানান, ঈদের পরদিন আরটিভি মিউজিকের ব্যানারে মুক্তি পাবে গানটি। ভিন্ন ধাঁচের নাচ নির্ভর এই গান দর্শককে ভিন্নরকম ভাললাগা দেবে।
লিন্ডা বলেন, ‘গানটির আয়োজন এবং নির্মাণ এমনভাবে করা হয়েছে যা বাংলাদেশের মিউজিক ভিডিওতে সচারচর দেখা যায় না। আসাদ খানের কোরিওগ্রাফিতে আমাকে দর্শক নতুন করে আবিষ্কার করতে পারবে বলে আমার বিশ্বাস।’
আরটিভির স্টুডিওতে ভিডিওটি নির্মাণ করেছেন উজ্জল রহমান।
এএম/এমএমএ/
