চীনে চলছে ‘নটর-ডেম অন ফায়ার’
এই এপ্রিলেই প্যারিসের ‘দ্য নটর ডেম ক্যাথেড্রাল’ তার ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা আগুনে পুড়ে যাবার চারটি বছরে এলো।
বিশ্বখ্যাত এই গীর্জাটির এই ঘটনা পরস্পরাগুলোকে নিয়ে কিংবদন্তি ফরাসি চলচ্চিত্রকার জঁ জ্যাকে নো তার সিনেমা ‘নটর-ডেম অন ফায়ার’ নির্মাণ করেছেন। চীনের সিনেমা হলগুলোতে এখন ছবিটি।
প্রাকৃতিক দুর্যোগের উপর একটি এপিক বা মহাকাব্যিক ছবি। চীনের দর্শকদের কাছে তিনি আরো প্রিয় তাদের দেশের লেখক চাও রঙয়ের উপন্যাসটিকে রূপান্তর করেছেন ২০১৫ সালে ‘উলফ টোট্যাম’।
চীনে জঁ জ্যাকে নো’র ছবিটির শুভ মুক্তি হয়েছে ৬ এপ্রিল রাজধানী বেইজিংয়ে। এই উপলক্ষ্যে রাজধানীতে এসেছেন ফ্রান্সের মুসলিম মহিলা সংস্কৃতিমন্ত্রী রিমা আবদুল মালাক ও পরিচালক।
২০১৫ সালের ১৯ এপ্রিল ফরাসিদের ‘আওয়ার লেডি অব প্যারিস’টি পুরো দেশকে হতভম্ব করে দিয়ে আগুনে পুড়ে গেল। ফ্রান্স, ফরাসি জাতি ও তাদের রাজধানীর ধর্মীয় প্রতীক হিসেবে গণ্য নটর ডেম ক্যাথেড্রাল। তারপর পুরো বিশ্বই অবাক হয়ে গেল। এখানেই প্যারিসের আর্চবিশপের বাস বহুকাল ধরে।
নিজের এই নতুন ছবিটিকে ৭৯ বছরের পরিচালক ও পাঁচ, পাঁচটি অস্কারজয়ী গত বছরের ১৬ মার্চ মুক্তি দিয়েছেন। ৩ কোটি ইউরোর ছবি ‘নটর-ডেম অন ফায়ার’ এই পর্যন্ত আয় করেছে ৫.৯ মিলিয়ন ইউরো।
চীনে এসে তিনি বলেছেন, ‘সবাইকে বিস্মিত করে, প্রবল শ্রদ্ধা ও ভালোবাসা কুড়িয়ে যারা উদ্ধার অভিযানের জন্য নিজেদের জীবনগুলোকে আগুনে সঁপে দিয়েছিলেন, সেই বীরদের পূজিত করা হয়েছে আমার এই ছবিতে।’
তিনি তার ছবিটির বিস্তারিত জানিয়েছেন, ‘এটি একটি বিপদজনক ছবি ছিল আমার। অভিনেতারা সত্যিই ভয়াবহ আগুনের খুব কাছে ছিলেন। আগুনের তাপমাত্রা ছিল ১২শ ডিগ্রি ফারেনহাইট। খুবই সামান্য কটি ডিজিটাল স্পেশাল ইফেক্ট আছে। আমরা আবার আগুনের সেট তৈরি করে কাজ করেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমার মাত্র একটি মিনিট বা ১০ সেকেন্ড সময় ছিল। কেননা, স্টুডিওটি অক্সিজেনের অভাবে প্রবলভাবে ভুগেছে এবং প্রত্যেককে যত দ্রুত সম্ভব দৌড়ে বেরিয়ে চলে যেতে হয়েছে ও তারা সেজন্য উন্মুখ ছিলেন।’
২০২০ সালে এই বরেণ্য পরিচালক তাদের নটর ডেম ক্যাথেড্রালের আগুনে পুড়ে যাবার কাহিনী নিয়ে ছবি করতে সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছেন, ‘অবশ্যই আমি দ্রুত এই ঘটনায় অনুধাবন করলাম যে, এখানে অবিশ্বাস্য সিমোটোগ্রাফিক এবং সিনেমার উপাদান আছে। এখানে অবশ্যই অনেক, অনেক, অনেক ভালোবাসা ও উপলদ্ধি জড়িয়ে আছে। আগুনের অনেক কিছু আছে।’
তার দেশের হলগুলোতে এই ‘নটর-ডেম অন ফায়ার’ ফরাসি মাতৃভাষায় তৈরি করে ১৬ মার্চ, ২০২২ সালে মুক্তি দেওয়া হয়েছে।
পাশে উপস্থিত ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রিমা আবদুল মালাক বলেছেন, ‘গত বছর আমাদের প্যারিসে যখন আমি আমাদের এই ছবিটি দেখলাম, এরপর আমার শ্বাস স্বাভাবিক করতে ও স্বাভাবিকভাবে রাস্তায় হাঁটতেই কয়েক ঘন্টা লেগেছে।’
ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রিমা আবদুল মালাক ঘোষণা করেছেন, “আগামী বছর-২০২৪ সাল হবে ফ্রান্স চীন সাংস্কৃতিক ও ভ্রমণ বছর।’
তিনি চীনের পর্যটকদের তার দেশ ফ্রান্স এই উপলক্ষ্যে সফর করতে আহবান জানিয়েছেন ও বলেছেন, ‘বিশেষভাবে আপনারা সে বছরের ডিসেম্বরে খুলে দেওয়া আমাদের ‘দ্যা নটর ডেম ক্যাথেড্রাল’ ঘুরে দেখবেন। প্রায় ছয়টি বছর পর ব্যাপকভাবে সংস্কারের পর পুর্ণনিমাণও করা হবে এবং জনগণের জন্য খুলে দেওয়া হবে ‘নতর দেম দ্যঁ প্যারিস।’
ওএফএস/