‘ডিজনি+’এ আসছে ‘দ্য পোপ: আনসারস’
‘ডিজনি’ ঘোষণা করেছে যে, একেবারেই নতুন একটি স্প্যানিশ স্পেশাল নাম ‘দ্য পোপ: আনসারস’-এ আসছে এবং আসছেন ‘পোপ ফ্রান্সিস’। পরিচালনা করেছেন সালভাদোস টিভি শো খ্যাত স্প্যানিশ প্রযোজক ও পরিচালক জোর্দি এভোলি এবং মারিও সানচেজ।
১৫ এপ্রিল ‘ডিজনি+’এ প্রিমিয়ার হবে পোপকে নিয়ে এই বিশেষ শোটির। বিশেষভাবে তৈরি শোটিকে প্রথম প্রদর্শন করা হবে কানাডাতে, তাদের চ্যানেলে। এরপর থাকবে হুলু মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ‘স্টার+’ লাতিন আমেরিকাতে। সেই থেকে ডিজনি+’র সারা বিশ্বের দেশগুলোতে এই সংস্করণটি দেখানো হবে।
‘দ্য পোপ: আনসারস’ সিনেমাটির শুটিং করা হয়েছে রোমের ভ্যাটিকানে। বিশেষভাবে তৈরি করা হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের ক্যাথলিক গীর্জাগুলোর প্রধান ধমগুরু পূণ্য পিতা ‘পোপ ফ্রান্সিস’র সঙ্গে একটি বিশেষ আলোচনা সভার ভিত্তিতে। তার সঙ্গে আলাপ করেছেন নানা বিষয়ে ১০ জন নর, নারী। যাদের নানা ধরনের জীবন ও অভিজ্ঞতা এবং সংস্কৃতি রয়েছে।
এই বিশেষ ফিচার ছবিটি আগামী দিনের আলোচনা, প্রশ্নোত্তর এবং সৎ আলোচনা। যেখানে খ্রিস্টানদের সবচেয়ে প্রভাবশালী ও প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আলোচনা করেছেন ১০ জন স্প্যানিশভাষী ২০ থেকে ২৫ বছরের তরুণ, তরুণীদের সঙ্গে।
তারা নানা ধরনের ও বৈচিত্র্যপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তার সামনে এসেছেন। তাদের বিষয়গুলোর মধ্যে আছে নারীবাদ, গীর্জায় নারীদের ভূমিকা ও কর্তব্য এবং কাজ, মেয়েদের প্রজননের অধিকার, বিশ্বাস হারানো ও বিশ্বাস ভঙ্গ, নারী-পুরুষের স্বাভাবিক সম্পর্ক ও জীবনের বাইরের জীবন ও সম্পর্কগুলো (সমকামিতা ইত্যাদি), অভিভাসন সংকট, যৌন নির্যাতন, গীর্জার পাপ, বণবাদ ও মানসিক স্বাস্থ্য।
২০১২ সালের জুলাই মাসে রোমের পাশের শহরতলী পিনিয়েতোতে পোপ ও তাদের বিশেষ আলোচনাসভাগুলো হয়েছে।
খোলামেলা আলোচনা করেছেন পোপ ফ্রান্সিস। ফলে সবার উৎসাহে ও অংশগ্রহণে হয়েছে তীব্রতায় ভরা ও নাটকীয়তায় পূর্ণ। এই আলোচনার ভিত্তিমূল ছিল সহমর্মিতা, কৌতুহল, সম্মান এবং পারম্পরিক শিক্ষা।
পরিচালকরা জানিয়েছেন, ‘বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর সঙ্গে তাদের আলোচনাটি অসাধারণ হয়েছে। এ ছাড়া কোনো না কোনো সময় তাদের জীবনগুলো গীর্জার নিয়মাবলীতে আক্রান্ত হয়েছে। তবে গীর্জার প্রধান পোপের কল্যাণে ও তাদের ভালোবাসায় উদারতার একটি প্রকৃষ্ট উদাহরণ বন্দী হয়েছে চিরকালের মতো।’
স্পেনে ডিজনি+’র প্রোডাকশনের ভাইস প্রেসিডেন্ট সোফিয়া ফাবরেগাস তার বিবৃতিতে উল্লেখ করেছেন: ‘পোপ ফ্রান্সিস শুনতে বসেছেন ও তরুণ-তরুণীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন। সত্যিকারের সততা ও ঘনিষ্টতা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটিকে পোপের কারণেই বিশাল মূল্যবোধসম্পন্ন করেছে। আমরা বিশ্বের কাছে ‘দ্য পোপ: আনসারস’কে প্রদান করতে পেরে খুবই গর্ববোধ করছি।’
পোপ ফ্রান্সিস যৌনতার গুণাবলিকে প্রশংসা ও আর্শীবাদ করেছেন। তিনি নির্দিষ্টভাবে জানিয়েছেন, ‘যৌনতা হলো মানুষকে দেওয়া ঈশ্বরের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি।’
ওএফএস/