রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা হচ্ছেন মিঠুন
প্রখ্যাত বাঙালি অভিনেতা ও বলিউডে একমাত্র বাঙালি নায়ক হিসেবে দোর্দন্ড প্রতাপের সঙ্গে অভিনয় করা মিঠুন চক্রবর্তী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘কাবুলিওয়ালা’ গল্পের ‘কাবুলীওয়ালা’ চরিত্রে অভিনয় করবেন। এই গল্পটি একটি ছোট্ট বালিকা ও পশ্চিমবঙ্গে আফগানিস্তান থেকে আসা একজন সুদে টাকা ধার দেওয়া এবং ফল বিক্রেতা কাবুলিওয়ালার ভালোবাসার কাহিনী।
চরিত্রটিতে অভিনয়ের সত্যতা নিশ্চিত করেছেন মিঠুন স্বয়ং। তিনি আরও বলেছেন, ‘কাবুলিওয়ালা চরিত্রটি এবং গল্পটি শতকের বেশি সময় ধরে বাঙালির বাসাবাড়িতে প্রিয় গল্প হিসেবে পঠিত ও আদৃত হয়ে চলেছে।’
তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি রহমতের চরিত্রটি করবো। যেটি রবীন্দ্রনাথের লেখায় অমর হয়েছে। আমি নোট নেওয়া শুরু করেছি, আমার মানসিক প্রস্তুতিও শুরু করেছি।’
কিংবদন্তী এই অভিনেতার সর্বশেষ ছবি ‘প্রজাপতি’ এখন তুমুল গতিতে হলগুলোতে চলছে। এমনকি মুক্তির শততম দিনের পরও হলগুলো দর্শকে ভর্তি।
মিঠুনকে সাংবাদিকদের ১৯৫৬ সালে তপন সিংহর পরিচলনায় ছবি বিশ্বাসের কাবুলীওয়ালা চরিত্রটি থেকে কোনো কিছু নেবেন কী না এই প্রশ্নটির জবাবে তিনি বলেছেন, ‘এই কাবুলিওয়ালা আগের কোনো চরিত্রের মতো হবে না।’
তপন সিনহার কিংবদন্তী ছবি কাবুলিওয়ালা প্রবল হিট করেছিল।
কাবুলীওয়ালাকে নিয়ে এই গল্পটি নিয়েই ১৯৬১ সালে আরেকটি ছবি বানিয়েছিলেন হেমেন গুপ্ত। কাবুলিওয়ালার চরিত্রটি করেছিলেন বলরাজ সাহানি।
কাবুলিওয়ালার মাধ্যমে ৭২ বছরের বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী আবার হলগুলোতে নিজেকে অমর করে রাখার আরেকটি সুযোগ লাভ করেছেন।
নিজের দেশ মরুভূমি আফগানিস্তানে জন্ম নেওয়া শুকনো ফল বিক্রেতা রহমত সেই ছোট্ট মেয়েটির সঙ্গে কলকাতায় তাদের বাড়িতে ফল বিক্রি করতে এসে দেখা করার সুযোগ লাভ করেন। মধ্যবয়সী কাবুলীওয়ালাটির এই মেয়েটির প্রতি পিতার ভালোবাসা জেগে ওঠে। দুটি অসমবয়সী মানুষের চিরকালীন ভালোবাসার এই অবিশ্বাস্য গল্পটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের মেয়েটিকে আফগানিস্তানে ফেলে এসেছেন তিনি, তাকেই তিনি এই মেয়েটির মাঝে খুঁজে পেয়েছেন।
‘এসভিএফ’ নামের প্রযোজনা সংস্থা থেকে মিঠুনকে নিয়ে এবারের ছবিটি প্রযোজনা করছেন শ্রীকান্ত মোহতা। ছবিটির শুটিং হবে এ বছরই কলকাতাতে ও আফগানিস্তানে। শ্রীকান্ত বলেছেন, ‘ছবিটি সাম্প্রতিককালের নয়, আমাদের মনে হয়, মিঠুনদাই সঠিক মানুষ কাবুলিওয়ালা হিসেবে।’
বাংলা ভাষায় টালিগঞ্জের কাবুলিওয়ালার পরিচালক হবেন সুমন ঘোষ। তিনি মিঠুনের সঙ্গে ২০১১ সালে ‘নোবেল চোর’ ছবিটি করেছেন।
ওএফএস/এএস