বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের ফ্যাশন শোতে তারার মেলা

ভারতের সুপারস্টার অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও তার মার্কিন স্বামী নিক জোনাস নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার মুম্বাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আম্বানি গ্রুপের মালিক মুকেশ আম্বানির স্ত্রী নীতা মুকেশের প্রতি আর সবার মতো গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রিয়াংকা চোপড়া বলেছেন, ‘আমি মনে করি নীতা ম্যাম সংস্কৃতি ও ভারতের জন্য অনেক করেছেন এবং আম্বানিদের পরিবার সত্যিই তাদের হৃদস্পন্দন বৈশ্বিক ভারতীয় গৌরব ও সংস্কৃতিতে প্রদান করেছে।’

তিনি এরপর তার স্বামীকে এখানে পারফরমেন্স করারও অনুরোধ করেছেন। তার সঙ্গে একমত হয়েছেন নিক জোনাস ও বলেছেন এই গায়ক, ‘আমাদের এখানে পারফর্ম করা উচিত। এ একটি ভালো চিন্তা। চলে করি। আমি এখানে কখনো কাজ করিনি। এটি হবে অবিশ্বাস্য।’

তাদের সবার পারফরমেন্সে যতটুকু বিপুল হতে পারে ততটুকুই হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের আগের দিনের উদ্বোধনী রাত। ৩১ মার্চের শুরুর পর গতকাল দ্বিতীয় গালা নাইটে আরও অনেক মহাতারকার সমাবেশ ঘটেছে।

আম্বানি সম্রাজ্যের মালিক মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির নামে প্রতিষ্ঠিত ও ‘এনএমএসিসি’ নামে খ্যাত মুম্বাইয়ের এই নতুন বিপুল আয়োজনে নিখুঁত ডিজাইন, সাংস্কৃতিক মোটিভগুলো-ভারতের সবখানের, গর্জিয়াস লুক সবই ছড়িয়েছে দারুণভাবে বিরাটাকারে গতকালও।

বিশাল ভারতের শত, শত বছরের আর্ট ফমগুলোর উপস্থাপন ঘটেছে সবচেয়ে দারুণভাবে। এখানে রাজ্যগুলো তাদের শিল্পকলার প্রদর্শনী করতে পারবে ও আরও অনেক বিভাগ আছে তাদের সবার জন্য। হলিউড থেকে এসে পারফম করেছেন পোশাকের প্রদর্শনীতে স্পাইডারম্যান টিম হল্যান্ড ও তার বান্ধবী জেন্ডেইয়া, আমেরিকান ফ্যাশন স্টাইলিস্ট ল রোচ, স্পেনের সেক্সসিম্বল-বিশ্বখ্যাত অভিনত্রেী পেনেলোপে ক্রুজ। ভারতের নামকরা শাড়ির কালেকশন পরেছেন ফিলিস্তিনি-জর্দানি আবাসন ব্যবসায়ী মোহামেদ হাদিদ ও সাবেক ডাচ মডেল ইয়োলান্ডা হাদিদের মেয়ে জিজি হাদিদ। বিশ্বখ্যাত এই মডেল আন্তর্জাতিক ভোগের ৩৫ বারের কাভার।

মার্কিন নৃত্যশিল্পী, অভিনেত্রী, গায়িকা ও মডেল কেট গ্রাহাম ফ্যাশন শো করেছেন। বলিউডের অন্যতম প্রাণ ও ভারতের সাংস্কৃতিক দূত শাহরুখ খান এসেছেন ও টিম হল্যান্ডদের সঙ্গে ছবি তুলেছেন। তার সঙ্গে ছিলেন বলিউডে তার প্রাণপণ প্রতিদ্বন্দ্বী সালমান খান। তারা দুজনে এক হয়েছেন দ্বিতীয় দিনের আয়োজনকে সফল করতে।

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের গৌরব আকাশে উঠিয়ে দিয়েছেন বলিউডের দুই শাসক। তাদের সঙ্গে ছিলেন এই অনুষ্ঠানের প্রধান ও সেন্টারটির মালিক নীতা মুকেশ আম্বানি। মেয়েকে নিয়ে বলিউডের সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এসেছেন। শাহরুখের পুরো পরিবারের সঙ্গে ছবি তুলেছেন সালমান।

ফ্যাশন শোতে আরও ছিলেন, সোনম কাপুর, প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস, আলিয়া ভাট, কারিনা কাপুর খান ও সাইফ আলী খান, মার্কিন মডেল ও নির্মাতা এমা চেম্পারলাইন, নীতা মুকেশ অম্বানি নিজে, তার মেয়ে ঈশা আম্বানি, সারা আলী খান, শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর, খুশী কাপুর, বলিউডের চিরসুন্দরী রেখা-পরেছেন সবুজ শাড়ি ও হাতে হাতব্যাগ, মেয়েকে নিয়ে এসেছেন কাজল, তাদের পরের প্রজন্মের কীর্তি শ্যানন, কাপুর পরিবারের শহীদ ও মীরা কাপুর, অমিতাভ ও জয়া বচ্চনের মেয়ে সুইতা বচ্চন নন্দ, মালাইকা আরোরা ও তার স্বামী অর্জুন কাপুর, লিসা রে, কারিশিমা কাপুর, ভিকি কুশল, তামান্না ভাটিয়া, মাধুরী দীক্ষিত, ঋত্বিক রোশান প্রমুখ। তারা সবাই ফ্যাশন শোতে অংশ নিয়েছেন।

ওএফএস/

 

Header Ad
Header Ad

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে সেনাবাহিনীর ছদ্মবেশে চালানো সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন পর্যটক। নিহতদের মধ্যে রয়েছেন দুই বিদেশিও। হামলায় আহত হয়েছেন আরও ১২ জন।

মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বাইসারান উপত্যকার উপরের চারণভূমিতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। প্রত্যন্ত এই এলাকায় ঘোড়া কিংবা পায়ে হেঁটে যেতে হয়। পুলিশ ধারণা করছে, এটি ছিল পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যম পিটিআই জানায়, খুব কাছ থেকে গুলি চালানো হয় পর্যটকদের ওপর। মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্ক। হতাহতদের চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। হৃদয়বিদারক দৃশ্যগুলোতে দেখা যায়—স্থানীয়রা ছুটে এসে আহতদের সেবা করছেন, অনেক নারী যন্ত্রণায় কাতরাচ্ছেন।

নিহতদের মধ্যে একজন ছিলেন কর্নাটকের শিভামোগ্গার এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। ভয়াবহ সেই হামলার সময় স্ত্রী ও সন্তানের সামনেই তাঁকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এই হামলা এমন এক সময় ঘটল যখন কাশ্মীরজুড়ে পর্যটন মৌসুম তুঙ্গে। পাশাপাশি ‘আমারনাথ যাত্রা’ উপলক্ষে চলছে পূর্ণ প্রস্তুতি। উল্লেখ্য, এই তীর্থযাত্রার একটি রুটই পেহেলগাম হয়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ পথ।

হামলার পরপরই এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই আরও কঠোর ও নির্ভীক হবে।”

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন এবং দ্রুত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি জরুরি বৈঠকের আহ্বান জানান।

অন্যদিকে দিল্লিতে নিজের বাসভবনে অমিত শাহ উচ্চপর্যায়ের বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন ডেকা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহান।

Header Ad
Header Ad

পালিয়ে গিয়েও থেমে নেই আড্ডা, কলকাতায় দেখা মিলল সাবেক মেয়র জাহাঙ্গীরের

পালিয়ে গিয়েও থেমে নেই আড্ডা, কলকাতায় দেখা মিলল সাবেক মেয়র জাহাঙ্গীরের। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঢেউয়ে ভেঙে পড়ে এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর তিনি ভারতের আশ্রয় নেন। তার দেখাদেখি অনেক আওয়ামী লীগ নেতা-কর্মীও আত্মগোপনে চলে যান, কেউ কেউ আশ্রয় নেন পাশের দেশ ভারতে।

এই পালিয়ে যাওয়া নেতাদের অনেকেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। শুধু অবস্থানই নয়—রাজনৈতিক শূন্যতার ভেতরেও তারা উপভোগ করছেন বিলাসী জীবনযাপন। সম্প্রতি কলকাতার এক ঘরোয়া আড্ডায় দেখা গেছে গাজীপুরের বহুল আলোচিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে।

সূত্র জানায়, কলকাতার রাজারহাট নিউটাউন, সল্টলেক কিংবা গড়িয়াহাটের মতো অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন পলাতক আওয়ামী নেতারা। তাদের মধ্যে রয়েছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি নিউটাউনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আছেন বলে জানা গেছে।

একই এলাকায় থাকছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। শুধু কেন্দ্রীয় নেতারাই নন, ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতারাও কলকাতায় বসবাস করছেন। ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান নিউটাউনের অভিজাত এলাকায় ভাড়া করা ফ্ল্যাটে অবস্থান করছেন বলে খবর রয়েছে।

বাংলাদেশে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ ও মামলার তদন্ত চলমান। কিন্তু কলকাতায় যেন সেই সব অভিযোগের ছোঁয়া নেই—চায়ের কাপে রাজনীতি নয়, বরং আড্ডা, বিলাসিতা আর আত্মগোপনের ‘নতুন জীবন’ নিয়েই ব্যস্ত তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে রাজনৈতিক শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর অনেক সাবেক ক্ষমতাধর নেতাই আইনের হাত থেকে বাঁচতে বিদেশে পাড়ি জমান, এবং ভারতের কলকাতা হয়ে উঠেছে তাদের অঘোষিত ‘নিরাপদ আবাসস্থল’।

Header Ad
Header Ad

বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন। তবে এ সুখবরটি সামনে এসেছে তার বিবাহবার্ষিকীতে বিশেষ একটি পোস্টের মাধ্যমে। মঙ্গলবার (২২ এপ্রিল) অমি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেন, যেখানে স্পষ্ট দেখা যায় তার স্ত্রীর বেবিবাম্প।

ছবির ক্যাপশনে অমি লেখেন, “৯ বছর একসাথে”—এই ছোট্ট বাক্যেই যেন লুকিয়ে আছে তাদের দীর্ঘ পথচলার গল্প এবং নতুন জীবনের সূচনা। ছবিটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ৭০ হাজারেরও বেশি মানুষ এতে রিঅ্যাক্ট করেছেন এবং মন্তব্যে জানাচ্ছেন শুভ কামনা, অভিনন্দন ও দোয়া।

অমি বলেন, "আলহামদুলিল্লাহ, আমরা একসঙ্গে ৯ বছর কাটিয়ে ফেলেছি। আমাদের প্রথম সন্তান আসছে। এখনো জানি না ছেলে হবে না মেয়ে—ইচ্ছেও করিনি জানতে। শুধু চাই, আমার সন্তান সুস্থভাবে জন্মাক, আর আমার ওয়াইফ সুস্থ থাকুক। দোয়া করবেন সবাই।”

প্রথমবার বাবা হতে যাওয়ার অনুভূতি নিয়ে তিনি বলেন, "এই ফিলিংসটা একেবারেই নতুন। এখনো পুরোপুরি বুঝতে পারছি না। ওয়াইফকে এমন অবস্থায় আগে কখনো দেখিনি। তার প্রতি আমার মায়া যেন আরও বেড়ে গেছে।”

এদিকে পেশাগত দিক থেকেও ভক্তদের জন্য সুখবর দিয়েছেন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ফিরছে নতুন সিজন নিয়ে। দুই বছর বিরতির পর নাটকটির পঞ্চম সিজনের কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

সম্প্রতি অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে। এতে জিয়াউল হক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেলসহ আরও অনেকেই অভিনয় করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬
পালিয়ে গিয়েও থেমে নেই আড্ডা, কলকাতায় দেখা মিলল সাবেক মেয়র জাহাঙ্গীরের
বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি
পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা
সমালোচনার মুখে পদত্যাগ করলেন উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা ড. আমিনুল
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা
গোবিন্দগঞ্জে ১১ বছর পর আ.লীগের সাবেক এমপিসহ ২২১ জনের বিরুদ্ধে জামায়াতের মামলা
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে: আমিনুল হক
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকায় এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফেরাতে দুদকের কার্যক্রম শুরু
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড নোটিশ' জারি
সংঘর্ষের জেরে সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা
রাষ্ট্রের বিষয়ে তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে আলোচনা করতে চায় বিএনপি
বাংলাদেশ থেকে ৭২৫ সেনা নেবে কাতার
উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেলেন ৩০০ যাত্রী
সায়েন্সল্যাব মোড়ে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল
রাজধানী থেকে ওবায়দুল কাদেরের ‘ভাগনে’ গ্রেপ্তার