জায়েদ খানের সদস্যপদ স্থগিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জিতেও চেয়ারে বসা হয়নি তার। টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে হারিয়েছেন সাধারণ সম্পাদকের পদ। এবার প্রাথমিকভাবে স্থগিত করা হলো তার সমিতির সদস্যপদ।
রবিবার (২ এপ্রিল) শিল্পী সমিতির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক।
সমিতির কার্যকরী কমিটির মিটিং শেষে সাইমন বলেন, ‘আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। সেখানে এক বাক্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে আমাদের সম্মানিত সদস্য জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হলো।’
এ সময় এই স্থগিতাদেশের সিদ্ধান্ত এখনই চূড়ান্ত নয়। আজকের সিদ্ধান্তের বিষয়টি আমাদের উপদেষ্টামণ্ডলী ও আইনজ্ঞদের সঙ্গে আলাপ করে খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। দায়িত্ব নেওয়ার বছর ঘুরতেই স্থগিত হতে যাচ্ছে দুবারের সাধারণ সম্পাদক পদে থাকা জায়েদ খানের সদস্যপদ।
রবিবার (২ এপ্রিল) শিল্পী সমিতির সভা ডেকেছিল বর্তমান কমিটি। সেখান থেকেই জায়েদ খানের ব্যাপারে এ সিদ্ধান্তটি এসেছে। এ ছাড়া সমিতির একই বৈঠকে কার্যনির্বাহী পরিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সুচরিতা ও রুবেলকে। কারণ তারা পরপর তিনটি সভায় অনুপস্থিত ছিলেন।
এদিকে কাঞ্চন-নিপুণ পরিষদ যে ব্যবস্থা নিতে যাচ্ছে সেটি শিল্পী সমিতির সংবিধানবিরোধী বলে দাবি করেন জায়েদ খান। তিনি অভিনেত্রী নিপুণ বরাবর একটি চিঠিও দিয়েছেন ১ এপ্রিল। সেখানে তার বিরুদ্ধে অন্যায় আচরণ করা হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।
এএম/এমএমএ/