চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে অভিযোগ
ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়ক রিয়াজ। তার অভিনয় দক্ষতায় বরবারই মুগ্ধ করেছেন দর্শকদের। এবার এই চিত্রনায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ এনেছেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক পরিচালক।
শনিবার (১ এপ্রিল) এ বিষয় দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন এই নির্মাতা।
নির্মাতা হারুনুর রশীদের দাবি, তিনি অ্যাড প্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে রংপুর ক্যামিকেল লি. থেকে বিজ্ঞাপন নির্মাণের কাজ নেওয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধুমাত্র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ক্ষেপিয়ে তোলেন। যার ফলে রংপুর ক্যামিকেল লি. প্রতিষ্ঠানের থেকে অ্যাড প্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়।
দুই পৃষ্ঠার লিখিত পত্রে হারুনুর রশীদ কাজল এই নায়কের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ আনেন।
এ সম্পর্কে রিয়াজ ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমি অভিযোগের কথা শুনেছি। কিন্তু হঠাৎ করে উনি (হারুনুর রশীদ কাজল) আমার নাম কেনো জড়ালেন সেটাই বুঝতে পারছি না। তার সঙ্গে কোম্পানির চুক্তি হয়েছে। আমার সঙ্গে আর্টিস্ট হিসেবে কোম্পানির চুক্তি হয়েছে। এখানে আমি তো কোনো ভুল করিনি। কোম্পানি যদি তার সঙ্গে কোনো চুক্তি বাতিল করেন সেটাতো আমার বিষয় নয়। আমি এখানে কীভাবে এলাম এটা বুঝতে পারছি না।’
এএম/এমএমএ/