কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপক ডলি পার্টন-গার্থ ব্রুকস
মার্কিন যুক্তরাষ্ট্রের জমকালো ৫৮তম অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডের উপস্থাপনা করবেন ডলি পার্টন ও গার্থ ব্রুকস। তারা দুজনেই কিংবদন্তি সংগীতশিল্পী।
৭৭ বছরের ডলি ১১টি গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেছেন, ১০টি কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড আছে তার, রয়েছে ৫টি অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়াড, ৩টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জয় করেছেন তিনি। কান্ট্রি মিউজিক হল অব ফেমের অন্যতম তিনি। তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মেডেল অব আর্টস অর্জন করেছেন।
ডালির চেয়ে ১৬ বছরের ছোট গার্থ ব্রুকসও দেশটির একজন প্রখ্যাত শিল্পী ও গীতিকার। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত গানের অ্যালবামের শিল্পীদের একজন, তার ১৭০ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি হয়েছে। তিনি সর্বকালের সেরা বিলবোর্ড ২০০’র অন্যতম একক শিল্পী হিসেবে গানের ইতিহাসে জায়গা করেছেন। তিনি ২০২০ সালের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বিক্রিত একক অ্যালবামের শিল্পী। তার অ্যালবামগুলোর ১৫৬ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। ২০১২ সালেই তিনি কান্ট্রি মিউজিক হল অব ফেমে জায়গা নিয়েছেন।
আগামী ১১মে তাদের দুজনের উপস্থাপনায় কান্ট্রি মিউজিক অ্যাওয়াডের এবারের অনুষ্ঠানটি হবে টেক্সাসের ফ্রিসকোর দ্য স্টারের ফোর্ড সেন্টারে। লাইভ সম্প্রচার করা অনুষ্ঠানটি।
বন্ধু ব্রুকসের সঙ্গে উপস্থাপনা করার বিষয়ে রোমাঞ্চ অনুভব করছেন ডলি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘যদিও বছরের পর বছর ধরে যখনই আমার তার সঙ্গে সময় কাটানো হয়েছে এবং খুব মজা করেছি। আমি বিশ্বাসই করতে পারিনি যে, কখনো আমাদের একসঙ্গে কাজের সুযোগ আসবে।’
কান্ট্রি মিউজিকের সবচেয়ে বড় অনুষ্ঠান এটি। সব সেরা তারকারাই আসবেন এবং বিশ্বজুড়ে স্ট্রিমিং হবে। যারা পুরস্কারগুলোর জন্য মনোনীত হয়েছেন, তারা গাইবেন, নাচবেন।
ওএফএস/আরএ/