‘বেরেটা’র নায়ক রবার্ট ব্লেক আর নেই

ক্রাইম সিরিজ ‘বেরেটা’খ্যাত নায়ক রবার্ট ব্লেক মারা গিয়েছেন। মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন তার মেয়ে ডেলিনা ব্লেক হারউটজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তিনি সিএনএনকে একটি ই-মেইলে বলেছেন, ‘পরিবারের সদস্যদের পরিবেষ্টনে আমার বাবা শান্তিতে চলে গিয়েছেন।’
রবার্ট ব্লেক তার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি বাড়িতে থাকতেন। দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
একজন পেশাদার অভিনেতা হিসেবে তিনি ৬০ বছরের বেশি কাজ করেছেন। ১৯৬৭ সালের ‘ইন কোল্ড ব্লাড’ সিনেমায় অভিনয়ের জন্য অসাধারণ খ্যাতি লাভ করেন তিনি। ১৯৯৭ সালের ‘লস্ট হাইওয়ে’তে সর্বশেষ অভিনয় করেছিলেন এ তারকা অভিনেতা।
২০০১ সালে তার দ্বিতীয় স্ত্রী বনি লি বার্কলেকে সান ফ্রান্সিসকো ভ্যালিতে মেরে ফেলা হয়। ২০০৫ সালে এই হত্যাকাণ্ডের মামলায় তাকে আসামী করা হয়। এই মামলার আইনি লড়াইয়ে হেরে যান তিনি।
ক্রাইম সিরিজ ‘বেরেটা’য় অভিনয়ের সুবাদে তিনি অ্যামি অ্যাওয়ার্ড জয় করেন।
ওএফএস/
