মা হারালেন চিরকুট ব্যান্ডের সুমি

দেশি ব্যান্ড চিরকুটের গায়িকা, গীতিকার ও সুরকার শারমিন সুলতানা সুমি মা হারালেন। তার মা শেলি খাতুন রোববার (১৭ জানুয়ারি) ভোরে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পারি জমালেন তিনি।
মায়ের মৃত্যুর খবরটি সুমি নিজেই নিশ্চিত করেছেন। সকাল ৭টায় এই গায়িকা ফেসবুকে লেখেন, ‘আযান পড়ছিল। আমার মা তার ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তার শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তার চাওয়া কবুল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তিনি আরও লেখেন, ‘গত দীর্ঘ চার বছর আমার মা পাখিটা জরায়ুর মুখে ক্যানসারের সঙ্গে সাহসের সাথে সংগ্রাম করে অবশেষে আজকে হার মানলেন। যে সকল ডাক্তার, নার্স, শুভাকাঙ্খী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, সুমির বাবার নাম মকবুল হোসেন। দাম্পত্য জীবনে মকবুল হোসেন ও শেলি খাতুন পাঁচ কন্যা ও দুই পুত্রের জনক-জননী। তাদের মধ্যে গানের কারণে সুমী ব্যাপক পরিচিতি পান।
টিটি/
