কী জন্য পারিশ্রমিক ১ হাজার ১ টাকা নিচ্ছেন সিয়াম?
জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ঘোষণা দিয়েছে,‘রাস্তা’ নামে নতুন ছবিতে অভিনয় করবেন তিনি। অন্যান্য সিনেমায় সিয়াম মোটা সম্মানী হাঁকালেও ‘রাস্তা’ ছবির জন্য নিচ্ছেন মাত্র ১ হাজার ১ টাকা! এটা কি প্রতীকী সম্মানী? যদি তা-ই হয়, কী তার কারণ? এটা কী সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা?
ছোট পর্দার নায়ক সিয়াম আহমেদ ২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’ এর মাধ্যমে চলচ্চিত্রে আসেন। রায়হান রাফী পরিচালিত ওই ছবিটি দিয়ে ব্যাপকভাবে প্রশংসিত হন। প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি। পরের বছর জাজের আরেক ছবি ‘দহন’ করে চিত্রনায়ক হিসেবে খুব অল্প সময়েই শক্ত অবস্থান তৈরি করেন তিনি। তাঁকে বড়পর্দায় আনার বাজি ধরেছিল জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির দাবী, সিয়ামকে সিনেমায় আনার বাজিতে জয়ী হয়েছে জাজ মাল্টিমিডিয়া।
অনেকে বলছে, সিয়ামকে বড় পর্দায় পরিচিত ও প্রতিষ্ঠিত করার দাবিদার জাজ। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা থেকে মাত্র ১ হাজার ১ টাকা পারিশ্রমিক নিচ্ছেন সিয়াম। এ সম্পর্কে সিয়াম বলেন, ‘ইচ্ছে ছিল বিনা পারিশ্রমিকে কাজটি করার। কিন্তু চুক্তির জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে হয়। সেজন্য ১ হাজার ১ টাকা নিয়েছি।’
সিয়াম বলেন, ‘জাজের আজিজ ভাই (আবদুল আজিজ), রায়হান রাফী থেকে পুরো টিম আমাকে যেভাবে লঞ্চিং করেছে, ঢাকার বাইরে গেলে বুঝি ‘পোড়ামন ২’র সুজন বানিয়ে যে ভালোবাসা পাওয়ার সুযোগ দিয়েছে, কোনো বড় অংকের টাকার বিনিময়ে সেই ভালোবাসা পাওয়া যায় না।’
সিয়াম বলেন, ‘রাস্তা’র কনসেপ্ট শুনে মনে হয়েছে কাজটি করা সময়ের দাবী। তাছাড়া আর্থিক কারণে ভালো ফিল্ম নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি হয়। আমি শুধু চেয়েছি, ভালো একটি ছবি হোক। জাজ আবার ভালো ছবি নির্মাণে কামব্যাক করুক।’
কৃতজ্ঞতা প্রকাশ করে সিয়াম বলেন, জাজ মাল্টিমিডিয়াসহ যে টিম রয়েছে তারা যথেষ্ট দিয়েছে। আমার জন্যও অনেক করেছে। আমি তাদের জন্য কিছু করতে চাই। সেই হিসেবে ১ হাজার ১ টাকা সম্মানী নেয়াটা বলতে পারি ‘টোকেন অব লাভ’।
‘রাস্তা’ কোনো ওয়েব কনটেন্ট নয়, মুক্তি দেয়া হবে সিনেমা হলে। রায়হান রাফীর পরিচালনায় চলচ্চিত্রটির শুটিং হবে ১ জানুয়ারি থেকে। সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন নতুন কেউ। আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম এখনও প্রকাশ করা হয়নি।