হেলিকপ্টারে শ্বশুরবাড়ি গেলেন মিম
ছবি: সংগ্রহ
হেলিকপ্টারে করে শ্বশুরবাড়ি গেলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গত মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকায় সনি পোদ্দারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে তিন দিন পর শুক্রবার শ্বশুরবাড়ি কুমিল্লায় অনুষ্ঠিত হয় বিবাহোত্তর অনুষ্ঠান। আর সেখানে হেলিকপ্টারে যান মিম।
জানা যায়, শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে গিয়েছিলেন মিম। পেশাগতজীবনে জীবনে নানা কারণে হেলিকপ্টার যাত্রা হলেও এবারের যাওয়া মিমের জীবনের একটি বিশেষ যাত্রা বলা যায়।
শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কুমিল্লা শহরের ঈদগাহতে অবতরণ করেন তিনি। সেখান থেকে গাড়ি নিয়ে শহরের বাড়িতে পৌঁছান। শ্বশুরবাড়িতে হেলিকপ্টার যাত্রায় তার সঙ্গী ছিলেন বাবা বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার।
মিমের স্বামী সনি পোদ্দার পেশায় একজন ব্যাংকার। সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি ব্যাংকে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাংকের উচ্চপদে কর্মরত রয়েছেন।
এদিকে মিম অভিনীত নতুন দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ‘পরাণ’ মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি এবং ‘দামাল’ মুক্তি পেতে পারে মার্চে। এ ছাড়া সম্পন্ন করেছেন ‘অন্তর্জাল’ নামের আরেকটি সিনেমার।
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।