বছরের প্রথম মাসেই মুক্তি পাচ্ছে ৬টি সিনেমা
ছবি: সংগ্রহ
করোনাকালে ২০২১ সালে মোট ৩২টি চলচ্চত্র মুক্তি পেয়েছিল, অধিকাংশ সময় প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। নতুন বছরে প্রেক্ষাগৃহের স্বাভাবিক পরিবেশ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও সিনেমা মুক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু জানান, জানুয়ারি মাসে ছয়টি সিনেমা মুক্তির আবেদন পেয়েছেন তারা। এ থেকে সহজেই বোঝা যায়, ২০২২ সালের সিনেমা মুক্তির হার বাড়বে।
বছরের প্রথম শুক্রবার ৭ জানুয়ারি মুক্তির জন্য আবেদন করেছে ‘শান’ সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে পূজা চেরি। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম।
নতুন আশায় বুক বাঁধা ঢালিউডের প্রথম মাসে দর্শক নজর রাখবেন ‘শান’, সিনেমার দিকে। অন্তর্জালে সিনেমাটির গান ও ট্রেইলার প্রকাশের পর আলোচনায় আছে সিনেমাটি। প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে ব্যাপকহারে। আশা করা যায়, নতুন বছরে সাড়া ফেলবে ‘শান’।
১৪ জানুয়ারি মুক্তির জন্য আবেদন করেছে ‘ছিটমহল’ সিনেমা। ২১ জানুয়ারি মুক্তির জন্য আবেদন করেছে ‘তোর মাঝে আমার প্রেম’, ‘অবাস্তব ভালবাসা’ শিরোনামের দুটি সিনেমা। এ দিন (২১ জানুয়ারি) এই দুটি সিনেমার যে কোনও একটি মুক্তি না পেয়ে মুক্তি পাবে খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, পরী মণি ও জিয়াউল রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমা। সিনেমাটির পরিচালক ইফতেখার শুভ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ‘আমরা দ্রুতই সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির আবেদন করব। ওই দিন যে কোনও একটি সিনেমার মুক্তির তারিখ পেছাবে।’
মাসের শেষ শুক্রবার ২৮ জানুয়ারি মুক্তির জন্য আবেদন করেছেন রাফিয়াথ রশিদ মিথিলার ঢালিউডের প্রথম সিনেমা ‘অমানুষ’ ও ‘জাল ছেঁড়ার সময়’। অনন্য মামুনের পরিচালনায় মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নিরব, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।