বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ফারুক-আফজাল শরীফকে নিয়ে রেজার একাধিক বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও আফজাল শরিফকে নিয়ে সরকারি প্রকল্পের বেশ কয়েকটি বিজ্ঞাপন নির্মাণ করলেন নির্মাতা কাজী আওসাফ রেজা।

সিনেমোশন ব্রডকাস্টিং ম্যানেজমেন্টের ব্যানারে বিজ্ঞাপনগুলো নির্মাণ করা হয়। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশনে সরকারি প্রকল্পের এসব বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপনগুলোতে আফজাল শরিফ এবং ফারুক আহমেদ ছাড়াও আরও অভিনয় করেছেন— রাবেল আহমেদ, ফাহমিদা রহমান তৃষা, আশিক আলম, শামীম রেজা, রথি জেসমিন এবং জসিম উদ্দিন।

নির্মাতা কাজী আওসাফ রেজা জানান, দুজন গুণী অভিনেতাকে প্রথমবারের মতো একই প্রকল্পে কাজ করানোর অভিজ্ঞতা বেশ চমৎকার। আফজাল শরীফ ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তবে ফারুক ভাইকে নিয়ে এর আগেও কাজ করেছি।

        দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন নির্মাতা রেজা

আফজাল শরীফ বলেন, এটি একটি জনমুখী ও তথ্যমূলক কাজ। রেজার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। কাজের অভিজ্ঞতা বেশ ভাল। আশা করি কাজটি দর্শক ভালভাবে গ্রহণ করবে।

ফারুক আহমেদ বলেন, বেকার সমস্যা দূর করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনগুলোতে। বিজ্ঞাপনগুলো দেখে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে উদ্বুদ্ধ হবেন অনেকেই।

নির্মাতা জানান, বিজ্ঞাপনগুলো খুব শিগগিরই সরকারি-বেসরকারি বিভিন্ন টেলিভিশনে দর্শকরা দেখতে পাবেন বলে আশা করছি।

আরএ/

Header Ad
Header Ad

এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

গৃহকর্মী পিংকি আক্তার এবং চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি তার গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, পিংকি অনলাইনে কুৎসা রটনা করে পরীমণির সুনাম ক্ষুণ্ণ করেছেন।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে পরীমণি মামলার আবেদন করেন।

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

আদালত তার জবানবন্দি গ্রহণ করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া।

মামলার বিষয়ে জানতে চাইলে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘আজ সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছি। প্রথমদিকে তার (পিংকি) বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলাম। মনে করেছি হয়তো কিছু চাওয়া-পাওয়ার জন্য বা মিডিয়া হাইপের জন্য এসব কথা বলছে। ভেবেছিলাম একটা সময় নিজের ভুল সে বুঝতে পারবে। কিন্তু তা নয়। দেখা যাচ্ছে, ক্রমাগতভাবে সে একই কথা বিভিন্ন মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করাচ্ছে। এখন মনে হচ্ছে এখানে সেই মেয়ে (পিংকি) নয়, তার পেছনে হয়তো অন্য কেউ কলকাঠি নাড়ছে। তাই বাধ্য হয়ে আজ মামলা করেছি। আমিও বের করে ছাড়ব তার পেছনে কে মদত দিচ্ছে।’

এর আগে, মঙ্গলবার (২২ এপ্রিল) পরীমণি ও তার ফ্ল্যাটমেট সৌরভের (২৮) বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন পিংকি আক্তার। মামলায় তিনি দাবি করেন, পরীমণি মাদক সেবন করে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। এই মামলাটি গ্রহণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।

মামলার বাদী পিংকি আক্তার নেত্রকোনা জেলার ফাদুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ৪ এপ্রিল পরীমণির সন্তান পড়ে যাওয়ার পর তিনি তাকে মারধর করেন। সে সময় ভাটারা থানায় গিয়েও অভিযোগ করেন তিনি।

Header Ad
Header Ad

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রোহিঙ্গা সমস্যার দ্রুত ও টেকসই সমাধান না হলে পুরো দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। শরণার্থী হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস তাদের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে, যার ফলাফল হিসেবে দেখা যাচ্ছে অপরাধ প্রবণতা ও চরমপন্থায় জড়ানোর প্রবণতা।

বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন’-এর দ্বিতীয় দিনে ‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ—রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক বিষয় নয়, এটি একটি জটিল বহুস্তর বিশিষ্ট চ্যালেঞ্জ—যার প্রভাব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত প্রতিটি স্তরেই পড়ছে।”

তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা দিন দিন কমে আসছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে। এই অবস্থায়, বাংলাদেশ মনে করে রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র স্থায়ী সমাধান।

জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় চলতি বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ড. ইউনূস কাতারসহ ওআইসি সদস্য দেশগুলোকে এই সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “জাতিগত নিধন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে হবে। বিচার প্রক্রিয়া শুরু হলে রোহিঙ্গাদের রাখাইনে ফেরার আস্থা ও সাহস ফিরে আসবে।”

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকার ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, “আলোচনা আর আনুষ্ঠানিকতা দিয়ে নয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এখনই সময় কার্যকর উদ্যোগের।”

Header Ad
Header Ad

আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। তবে যে সংস্কার দেশের মানুষের জন্য প্রয়োজন, তেমনটি ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য হবে না।” বুধবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস জানিয়েছেন, দেশের মানুষের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা উচিত। “নির্বাচনের বিকল্প নির্বাচনই হতে পারে, অন্য কিছু নয়। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আমরা চাই, তবে সেটা মানুষের জন্য উপকারী হোক।”

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন না হওয়ার জন্য নানা শর্ত আরোপ করেছে। “যারা বলছেন, যদি এমন না হয়, তাহলে নির্বাচন হবে না; তাদের এমন কথায় নির্বাচন প্রক্রিয়া ধ্বংস হয়ে যাবে। নির্বাচন অবশ্যই হবে, তবে সময়ের ব্যাপারে আমাদের আশাবাদী হতে হবে।”

মির্জা আব্বাস তারেক রহমানের বর্তমান অবস্থান নিয়েও কথা বলেছেন। “২০ বছর আগে যার সঙ্গে আমরা পরিচিত ছিলাম, আজ তিনি অনেক পরিণত। এখন তার মধ্যে একটি ম্যাচুরিটি এসেছে, যা অনেকেই স্বীকার করছেন,” বলেন তিনি।

তিনি আরো বলেন, “যারা দেশের বাইরে থেকে নিন্দা করছেন, তারা আসুন, আমাদের সাথে রাজনীতি করুন। যারা পালিয়ে গেছেন, তাদের কথা শুনে আমাদের কোনো লাভ নেই।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, কিছু সোশ্যাল মিডিয়া একটিভিস্ট দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। “এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের সতর্ক থাকতে হবে। জাতির বিবেক এখনও জীবিত, এবং এই ধরনের ক্ষতিকর প্রচার কোনোভাবেই সফল হবে না।”

নির্বাচন ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে মির্জা আব্বাস বলেন, “আমাদের নির্বাচন ব্যবস্থা এখন দুর্বল, ধসে পড়েছে। তবে ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সংস্কার নিয়ে কাজ করছেন। আমাদের নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না।”

এছাড়া, সরকার দলের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগের প্রোডাক্ট হিসেবে কিছু ব্যক্তি এখন সরকারী পদে আছেন। তারা আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে, সাবধান থাকতে হবে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা
আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই: মির্জা আব্বাস
কাশ্মীরের হামলা ‘সাজানো’ দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
ভাইরাল ভিডিও সমন্বয়ক রুবাইয়ার নয়, দাবি এনসিপি নেতার
স্বৈরাচারের দোসররাই ভাস্কর মানবেন্দ্রর বাড়িতে আগুন দিয়েছে: রিজভী
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে লাগবে না অনুমতি
সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাক, বিসিবি কর্মকর্তার মৃত্যু
আমাকে দেখলেই মানুষ বলে ‘শাকিব খানের বউ’: টিকটকার রিমু
ভয়েস অফ আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন মার্কিন বিচারক
এসএসসি পাসেই বিমানে চাকরি, নেবে ৬৬২ জন
সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরেই কঠোর হুঁশিয়ারি মোদির (ভিডিও)
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থীদের সঙ্গে চলছে আলোচনা
বিসিবির চাকরি ছাড়ছেন এলিট প্যানেলের আম্পায়ার সৈকত
ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ এর প্রতিবেদন বাতিল চান আজহারী
রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি
সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬