সিলেটে নতুন সিনেপ্লেক্স, হাওয়া দিয়ে যাত্রা শুরু

সিলেটে নির্মিত হয়েছে নতুন সিনেপ্লেক্স। আর এই সিনেপ্লেক্সটি আগামী শুক্রবার (২৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
‘হাওয়া’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে উদ্বোধন করা হবে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’।
বিষয়টি নিশ্চিত করে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখর উদ্দিন রাজী বলেন, ‘হোটেল নির্মাণের সময়ই আমরা সিনেপ্লেক্সটি তৈরি করি। আমাদের সাউন্ড সিস্টেম যুক্তরাজ্য থেকে আনা এবং দেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির। আমারা এতদিন সিনেপ্লেক্সটি পরীক্ষামূলকভাবে চালিয়েছি। আগামী ২৯ জুলাই থেকে এটি বাণিজ্যিকভাবে ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে চালু করতে হচ্ছে। আশাকরি সিনেমাপ্রেমি মানুষদের কাছে আমরা ভালো সাড়া পাব। ’
তিনি আরও জানান, এতে একসঙ্গে ১৭০ জন বসে সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা।
এএম/এমএমএ/
