আবারও বিয়ে করলেন পূর্ণিমা

আবারও বিয়ে করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।
গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবরটি নিশ্চিত করে পূর্ণিমা বলেন, কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয়। আমাদের তিন বছরের পরিচয়। এরপর বন্ধুত্ব থেকে মন দেওয়া-নেওয়া। তারপর বিয়ে করেছি। বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ সবকিছু পেয়েছেন রবিনের মধ্যে। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দিয়েছে। আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।'
চলতি বছরের শেষ দিকে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানান পূর্ণিমা।
উল্লেখ্য, এর আগেও পূর্ণিমা ভালোবেসে ফাহাদ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। সেই ঘরে এক মেয়ে সন্তান রয়েছে এ নায়িকার।
এএম/এসএন
