বিখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং আর নেই
ভারতের বিখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী মিতালি মুখার্জি ও এক পুত্র নিহাল সিংকে রেখে গেছেন।
সোমবার (১৮ জুলাই) রাতে মুম্বাইয়ের আন্ধেরির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি গজল শিল্পী।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভূপিন্দর সিংয়ের স্ত্রী খ্যাতিমান বলিউড গায়িকা মিতালি মুখার্জি।
ভূপিন্দর সিং মৃত্যুর আগে ১০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি গণমাধ্যমকে বলেন, ‘সোমবার সকালে তার (ভূপিন্দর সিং) শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আমরা তাকে ভেন্টিলেটরে নিই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং রাত ৭টা ৪৫ মিনিটের (ভারতীয় সময়) দিকে মারা যান।’
করোনাভাইরাস পরবর্তী জটিলতায় ভুগছিলেন ভূপিন্দর সিং। কোলন ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন তিনি। মিতালি জানিয়েছেন, আজ ১৯ জুলাই প্রয়াতের শেষকৃত্য হবে।
১৯৪০ সালে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন ভূপিন্দর সিং। পাঁচ দশকের ক্যারিয়ারে মহম্মদ রফি, আর ডি বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে ও বাপ্পি লাহিড়ির মতো শিল্পীদের সঙ্গে তার একাধিক কাজ স্মরণীয় হয়ে আছে।
গুনী এই শিল্পীর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে।
এএম/আরএ/