পিছিয়ে পড়াদের বিদ্যালয়ে আজিজুল হাকিম
তারকাদের সমাজসেবায় টাকা দানের অনেক গল্প থাকে। আমাদের বাংলাদেশ ও ভারতে এই চল এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি। তবে ব্রিটেন, হলিউড, ফ্রান্সের তারকা অভিনেতা, অভিনেত্রী ও মডেলদের আকছার গল্প আছে সমাজ সেবা করার। তাদের অনেকের নিজের নামে ফাউন্ডেশনই আছে। আয়ের অংশ বিলিয়ে দেন মানুষের তরে। তবে নানা ধরণের চ্যারিটি বা দাতব্য সেবা কর্মে অন্যদের মতো আমাদের উপমহাদেশের তারকাদের অংশগ্রহণ খুবই উল্লেখযোগ্য।
ভারতের কাশ্মীর অংশে বাংলাদেশের প্রখ্যাত গায়িকা ও তারকা রুনা লায়লা মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর আমন্ত্রণে গিয়ে শিশুদের জন্য ক্যান্সার ওয়ার্ড গান গেয়ে বিনা পয়সায় করে দিয়েছেন। তেমন একটি কাজ করলেন নব্বই দশকের অন্যতম নায়ক ও অভিনেতা আজিজুল হাকিম। তিনি তার স্ত্রী নাট্যকার ও প্রযোজক জিনাত হাকিমকে নিয়ে গিয়েছেন সাভারে।
বস্তিবাসী, পথশিশুদের পড়া, লেখার জন্য গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক ছাত্র ডা. নাজমুল ইসলাম তৈরি করেছেন গণবিশ্ববিদ্যালয় ও তার মেডিক্যালের ছাত্র, ছাত্রীদের নিয়ে ‘অ, আ, ক, খ স্কুল’। তাদের একটি সমাজসেবা সংগঠন আছে ‘ডু সামথিং ফাউন্ডেশন’। বিখ্যাত এই সংগঠনের আমন্ত্রণে তারকা অভিনেতা আজিজুল হাকিম দম্পতি সাভারের আশুলিয়ার নিরিবিলিতে ছাত্র, ছাত্রীদের হাতে বই তুলে দিয়েছেন।
জীবনে যাদের কোনোদিনও নিজেদের বাসায় টিভি দেখা হয় না, কোনো চায়ের দোকানে বা কোনো বাসা, বাড়িতে টিভি চলছে জানালার ফাঁক দিয়ে বা দূর থেকে শুনে যারা অভিনেতা অভিনেত্রীদের ডায়লগগুলো মুখস্ত করে, সেই ছেলেমেয়েরা ভবিষ্যতে যার মতো হতে চায়; সেই আজিজুল হাকিমকে পেয়ে অবিশ্বাস্য খুশি হয়েছে। তাদের প্রত্যেকের জীবনে ইদের দিন এসেছে। আমি, আমরা এত জনপ্রিয়-ভেবে অবাক হয়েছেন বাংলাদেশের নামকরা এই টিভি অভিনেতা।
তাকে পেয়ে উপস্থিত হতে ভুল করেননি অ, আ, ক, খ, বিদ্যালয়ের আর্থিক অনুদানদাতা প্রতিষ্ঠান স্পেনের ফ্যাশন ব্যান্ড ও বাংলাদেশে কারখানা স্থাপন করা টেক প্রেগো’র সিএসআর কার্যক্রমের প্রধান খন্দকার সালেক। আরো এসেছেন ডক্টরস উইদাউট বর্ডারের চিকিৎসক ডা. ওয়াজেদ জামিল।
আলোচনা, বই, খাতা দেওয়া ও তাদের সাংস্কৃতিক কার্যক্রম অতিথিদের সম্মানে পরিচালনা করেছেন গণস্বাস্থ্যসমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রথম ব্যাচের ছাত্রী ও সাভার পৌরসভার মেডিক্যাল অফিসার ড. আয়েশা সিদ্দিকা। তিনি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং গণবিশ্ববিদ্যালয়সহ আশপাশের অনেকে এই তারকা দম্পতিকে দেখতে এসেছেন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। সবচেয়ে ভালো লেগেছে ভালোভাবে দুবেলা খেতে পারে না, পড়ালেখার জন্য কোনো ভালো বিদ্যালয়ে যাদের যাওয়ার সুযোগ হয় না-সেই ছেলেমেয়েদের। তাদের প্রতিভা ও মেধায় মুগ্ধ হয়েছেন নব্বইয়ের তিন নায়কের একজন।
এই আয়োজনের প্রাণপুরুষ ছিলেন তিনি। আর তাকে এনে খুব ভালো লেগেছে বিদ্যালয় ও সংগঠনটির প্রতিষ্ঠাতা ডা. নাজমুল ইসলামের।
তার বিদ্যালয়ের খুব ছোট আকারে শুরু ২০১৬ সালে। চিকিৎসক, ছাত্র, ছাত্রী ও নানাজনের দানে চলে।
ঢাকার সাভারের নিরিবিলি ছাড়াও সিরাজগঞ্জের যমুনা নদীতে হওয়া একটি দুগম চরে আছে তার বিদ্যালয়ের কাজ।
অভিনেতা আজিজুল হাকিমকে ড. নাজমুল ইসলাম গর্বের সঙ্গে জানিয়েছেন আমাদের অ, আ, ক, খ বিদ্যালয়ের সাভারে ৮৫ ও সিরাজগঞ্জে ১২৪টি পিছিয়ে পড়া ছেলেমেয়ে পড়ালেখা করছে। তিনিও খুব খুশি হয়েছেন তাদের দুই বিদ্যালয়ের মোট ১১জন গেল বারের প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তি পেয়েছে বলে। তাদেরকে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করেছে টেক্স প্রেগো।
প্রধান অতিথি অভিনেতা আজিজুল হাকিম বলেছেন, ‘আমার খুব খারাপ লাগছে তোমাদের জীবনের মান দেখে। আবার খুব খুশি হয়েছি তোমরা পড়ালেখা করছো, ভালোভাবে জীবনযাপন করছো বলে। জীবনের এই অসাধারণ অভিজ্ঞতা আমাদের মুগ্ধ করেছে। কোনো ধরণের সহযোগিতার প্রয়োজন হলে আমি পাশে থাকবো।’
ওএস।