সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জেমস বন্ডের থিম সং নির্মাতা মন্টি নরম্যান আর নেই

তালিকাভুক্ত এবং চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘ড. নো’ ছবিটির থিম বা মূল বিষয়বস্তুর জন্য গানটি লেখার জন্য, ১৯৬২ সালে। ছবিটির মাধ্যমেই ‘জেমস বন্ড’ সিরিজের চলচ্চিত্রে যাত্রা। সুরকার ও গীতিকার মন্টি নরম্যান ‘০০৭’র জন্য গানটি লেখার জন্য অনেক খেটেছেন। কেননা হতে হবে ভয় প্রদর্শনকারী আবার সামান্য যৌনাবেদনকারীও, তুলে ধরবে গোয়েন্দাকে।

নরম্যান শুরুর দিকের একটি সংস্করণের গানটি লিখলেন। সেটি জ্যাজ পিয়ানোবাদক ও একটি ব্যান্ডদলের প্রধান কাউন্ট বেইসি গেয়ে রেকর্ড করলেন। ‘খারাপ হয়নি’, পরে বলেছেন। তবে আওয়াজ যথেষ্ট ভয়াল হলো না। ফলে প্রযোজক অ্যালবাট আর. ব্রকলি ও হ্যারি সল্টজম্যান ভিন্ন ধরণের কিছু করতে চাপ দিতে থাকলেন তাকে। তেমন উৎসাহব্যাঞ্জক কিছু খুঁজে বেড়াতে লাগলেন।

অবশেষে দেখলেন, এ তো নাকের নীচেই আছে। একটি অব্যবহৃত গান, নিজেই লিখেছিলেন। ডেস্কের ওপরের ড্রয়ারে পড়ে আছে। টিউনকে বলা হয়েছিল, ‘ব্যাড সাইন, গুড সাইন’। প্রায় বছরখানেক আগে লিখেছিলেন ভি.এস. নাইপলের ‘দি হাউজ অব মিস্টার বিশ্বাস’ উপন্যাস থেকে উদ্দীপ্ত হয়ে। প্রডাকশন আকারে বেরুতে পারেনি। বলেছেন, ‘গানটিকে ভারতীয় স্টাইলের মেলোডি বলে নিন্দা করা হয়েছে।’ এই গানে আরো আছে পূর্ব ভারতীয় নায়কোচিত আবেশ। ০০৭’র সঙ্গে সামান্য মিলে যায়। গানটিতে তিনি আরো খুঁজে পেলেন আশ্চর্যজনক গুণ। ফলে গানটি নিয়ে কাজ করতে পারেন বলে তার ভেতরে বিশ্বাস জন্মালো।

মেলোডিটিকে তৈরি করে ব্যবহার করলেন তাতে, আলাদা, আলাদা নোটে এজন্য গানটিকে ভাগ করলেন। সেতার থেকে গিটার নিয়ে ভাগ করে সুর বসালেন। কাজ সেরেই জেনে গেলেন ০০৭’র জন্য থিম সংটি তৈরি করে ফেলেছেন। বলেছেন, ‘এই গানে আমি কথা ও সুরে এভাবেই তুলে এনেছি জেমস বন্ডের যৌনাবেদন, তার রহস্যময় জীবন, নির্মমতা। সবই কটি নোটের মাধ্যমে।’ গিটারের মাধ্যমে ‘ডাম ডা ডা ডাম ডাম’ সঙ্গে, সঙ্গে স্বীকৃতি পেয়ে গেল। পুরো গানটি হয়ে গেল বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও সফল টিউনগুলোর একটিতে গড়া, একটি স্বাক্ষর-জেমস বন্ড সিরিজের।

টানা ছয় দশক ধরে মাতিয়ে চলেছে দুনিয়ার সব সিনেমাপ্রেমীকে। নায়ক হিসেবে অনন্যতা দিয়েছেন শন কনোরি থেকে ড্যানিয়েল ক্রেগ। তিনি গানের লেখক হিসেবে সিনেমায় আছেন।

যদিও কম্পোজার জন ব্যারি ড. নো ছবিতে অ্যারেঞ্জার ছিলেন। তাকে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয় গানটিতে জনপ্রিয় জ্যাজ ও পপের ফিউশন যুক্ত করায়। ‘গানের সুরগুলো বিচক্ষণতার প্রমাণ, যে চরিত্রটি সম্পর্কে আপনি জানবেন, সবকিছ্ইু তুলে ধরেছে’, কম্পোজার ডেভিড আরনল্ড, পাঁচটি বন্ড ছবিতে কাজ করেছেন, ভ্যারাইটিকে ২০০৮ সালে বলেছেন। আরো জানিয়েছেন, ‘এটি ছিল অতিশয় আত্মগর্বসম্পন্ন, বড়াই, আত্মবিশ্বাসে পূর্ণ, অন্ধকার, বিপদজনক, উপদেশমূলক, যৌনাবেদনময়ী ও থামানো সম্ভব নয় এমন থিম।’

১১ জুলাই, ৯৪ বছর বয়সে গানটির গীতিকার ও সুরকার মন্টি নরম্যান মারা গিয়েছেন। শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন ইংল্যান্ডের ব্লাউয়ের এক হাসপাতালে। জায়গাটি লন্ডনের পশ্চিমে। তার স্ত্রী রিনা নরম্যান বেঁচে আছেন। বলেছেন, ‘অল্প কদিনের অসুস্থতার পর চলে গেলেন।’ নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।

মন্টি নরম্যান অধশতাব্দীর বেশি সময় জুড়ে সঙ্গীতজীবনে কাজ করেছেন। ১৯৫০’র দশকে ব্রিটেনের বড় ব্যান্ড দলগুলোতে গেয়েছেন। ভ্যারাইটি বা বিচিত্র ধরণের শোগুলোতেও পারফর্ম করে নাম করেছেন। তার সঙ্গে শোগুলোতে আরো ছিলেন বেনি হিল ও পিটার সেলাস। তারা সাহায্যও করেছেন ‘ইহমা লা দুস’ নামের একটি ফরাসী সঙ্গীতনাট্যকে হিট ইংরেজি ভাষার স্টেজ শোতে রূপদানে। মন্টি নরম্যান ১৯৬১ সালে একটি টনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন এই বিষয়ের বই ও লিরিকসগুলো লেখায়।

সবকিছুর চেয়ে তাকে বেশি সাফল্য এনে দিয়েছে বন্ডের থিম সং। যে প্রকল্পটি তিনি প্রায় প্রত্যাখ্যান করছিলেন। তখন তিনি দুটি স্টেজ শো নিয়ে কাজ করছেন। তাকে ব্রকলি ছবিটিকে কাজ করার জন্য আমন্ত্রণ জানালেন। ইয়ান ফ্লেমিংয়ে জেমস বন্ড সিরিজের এই উপন্যাসটি সিনেমার জন্য বানিয়েছেন। নরম্যান ‘সিনেমার জন্য খুব ভালো হয়েছে’ উৎসাহ, প্রশংসা করলেন। ব্রকলি ও সল্টজম্যান স্ত্রীর কাছে লন্ডন থেকে জ্যামাইকা বিমানে উড়িয়ে নিয়ে গেলেন বলে বলেই কাজটি গ্রহণ করেছেন জানিয়েছেন নরম্যান। সেখানেই ছবিটির শুটিং শুরু হয়েছে। এ বন্ডের প্রথম ছবিটির গল্পও। ‘সেটি আমার জন্য একটি খিল আঁটা কাজ হয়েছে। এছাড়াও ভেবেছিলাম, ড. নোর জন্য যদি গালাগাল খাই, তারপরও ছবিটিতে তো আমরা দেখাতে পারব সূর্য, সাগর ও বালুকারাজি।’

একটি চাটার্ড বিমানে ২০ ঘন্টা যাত্রা করে তারা ক্যারিবিয়ানে পৌঁছালেন। এরপর ছবিটির জন্য কিছু পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের গান নিয়ে সেগুলোর রসে ভরা সঙ্গীত রচনা করলেন তিনি। সেসবের মধ্যে আছে ‘আন্ডারনেথ দি ম্যাঙ্গো ট্রি’, বন্ডের ভালোবাসার আগ্রহ প্রকাশ করেছে, কথাগুলো বলেছেন বন্ড উরসুলা আন্ড্রুজের প্রতি। হেনরি রাইডার চরিত্র করেছেন উরসুলা। লাইনগুলো গেয়েছেন তারা সৈকতে। উরসুলার কন্ঠে গেয়েছেন নরম্যানের তখনকার স্ত্রী গায়িকা ও অভিনেত্রী ডায়ানা কোপল্যাল্ড। এখন আর বেঁচে নেই।

মোটে এক মিলিয়ন ডলারের অল্প বাজেটের ছবি ড. নো. বক্স অফিসে রেকর্ড করলো। ৬০ মিলিয়ন ডলার আয় করেছে বিশ্বজুড়ে। শুরুতেই ড. নোতে তার থিম সংটি ব্যবহার করা হলো। চলছে আজও। একমাত্র পার্থক্য হলো তার সূচনা ও ভাবনার সঙ্গে মাতাল শন কোনারি একটি সিগারেট নিলেন ও বললেন, ‘বন্ড, জেমস বন্ড।’

ছবিগুলোর বাণিজ্যিক সাফল্য ও বন্ডের উন্মাদনা কয়েক বছর ধরে চলা থিম সংটি লেখার ক্ষেত্রে নরম্যানের অবদানের খ্যাতি ও সম্মানের বিতর্ক থামিয়ে দিতে সাহায্য করেছে। কিছু সমালোচক বলেছেন, গানটির প্রাথমিক কৃতিত্ব ব্যারির পাওয়া উচিত, যিনি প্রায় ১২টি বন্ড ছবিতে কাজ করেছেন ও তার অর্কেস্টাবাদন ছবিটির গানে রেকর্ড করা হয়েছে। গান ও সঙ্গীতের জন্য রয়ালিটি দাবী করেছেন ব্যারি। নরম্যান বাতিল করে দিয়েছেন ‘পুরোপুরি বাজে কাজ’ বলে।

১৯৯৭ সালে সিডনি টাইমস অব লন্ডন একটি লেখায় ছাপিয়েছে, ব্যারি এই থিমের আসল কম্পোজার। নরম্যান কুৎসা লেখার জন্য তাদের বিপক্ষে মামলা করেছেন। জিতেছেন। তাকে ক্ষতিপূরণ দিতে হয়েছে ৩০ হাজার পাউন্ড। স্কটসম্যানকে পরে জানিয়েছেন, ‘এটি একটি পুরোনো বক্তব্য সিনেমা ভুবনে। কেউ কোনো ফ্লপের পক্ষে ওকালতি করেন না।’ ড. নোর পরে এই সিরিজ ছবিতে কাজ করার জন্য ১৯৭৬ থেকে ১৯৯৯ সালের মধ্যে প্রায় ৪ লাখ ৮৫ হাজার পাউন্ড রয়ালিটি সংগ্রহ করেছেন মন্টি নরম্যান।

তাকে ড. নো’র জন্য স্বাক্ষরের পর ব্রকলি বলেছিলেন, ‘তুমি ভালো একটি থিম সং বানাতে পারলে আমরা আরো দুটি ছবি এবং একটি সিরিজ তৈরি করতে পারব। এ আমার জন্য যথেষ্টের বেশি ছিল।’ এরপর তিনি কাজে নেমেছেন। ২০১২ সালে স্কটসম্যানকে বলেছেন, ‘এ অবিশ্বাস্য যে, ৫০ বছর ধরে সিরিজটিতে আমার গান, সুর, আয়োজন চলছে। এও অবিশ্বাস্য আমি এখানে সুবর্ণজয়ন্তী করছি।’

নরম্যান মা-বাবার একমাত্র সন্তান। জন্ম ১৯২৮ সালের ৪ এপ্রিল। ইহুদি অভিবাসী পরিবারে। ভালো নাম মন্টি নোসেরোভিচ। লন্ডনে জন্ম, পূর্ব লন্ডনে বেড়ে উঠেছেন। বাবা কেবিনেট নির্মাতা, মা শিশুদের পোষাক বানাতেন। তাদের পরিবারের সঙ্গীতের ইতিহাস আছে। খালুরা শখের অপেরাবাদক ছিলেন। ১৬ বছর বয়সে মা তাকে প্রথম গিটার কিনে দিলেন। গিবসন গিটারটি এক দশকের বেশি বাজিয়েছেন।

তাদের পরিবার সেন্ট অ্যালবানসে চলে এলো। গিটার শিখতে শুরু করলেন বার্ট উইডেনের কাছে। হারবার্ট মরিস উইলিয়াম উইডেন ওবিই একজন ইংরেজ গিটারবাদক। তার স্টাইলটি জনপ্রিয় এবং অনুপ্রেরণাদায়ক ১৯৫০ ও ১৯৬০’র দশকে। ১৯৫৯ সালে প্রথম ব্রিটিশ ইংরেজ গিটারবাদক হিসেবে একটি হিট রেকর্ড করেন, যেটি ব্রিটেনের সিঙ্গেল চার্টে উঠেছে। তার সবচেয়ে ভালো শিক্ষাদানের গিটারবাদন হলো ‘প্লে ইন অ্যা ডে’। অসম্ভব বিক্রি হয়েছে। রেকর্ডটি ইন্সট্রাকশন ম্যানুয়াল। এরিক ক্লাপটেন, ব্রয়ান মে ও পল ম্যাকার্টনির মতো গায়কদের অনুপ্রেরণা। ২০০১ সালে সঙ্গীতে অবদানের জন্য ‘ওবিই’ লাভ করেছেন। বৈচিত্র্যপূর্ণ সঙ্গীতবিদ ছিলেন।

তার কাছ থেকে উৎসাহ লাভ করে ছাত্র নরম্যান জ্যাজ গ্রুপগুলোতে গাওয়া শুরু করলেন। বড় দলগুলোতে এরপর ডাক পেলেন। সিরল স্টেইপলটন একজন জ্যাজ ব্যান্ডদলনেতা ও ভালোলিনবাদক। তার দলে গান গেয়েছেন ও গিটার বাজিয়েছেন নরম্যান। স্টানলি ব্ল্যাক ও টেড হিথের দলে কাজ করেছেন।

১৯৫০’র দশকে গীতিকার হিসেবে জীবন শুরু করার আগে নিজের সলো ক্যারিয়ার শুরু করেছেন। লন্ডনের ইস্ট এন্ডে তার এই জীবনে সংস্পর্শে এসেছেন ও তিনি কাজ করেছেন লেখক জুলিয়ান মোর ও মঞ্চ পরিচালক পিটার ব্রুকের সঙ্গে। কদিন আগে পিটার ব্রুক চলে গিয়েছেন। তার সঙ্গেই বিখ্যাত ‘ইহমা লা দুস’কে ইংরেজি সংস্করণ করেছেন তিনি। তার আরো সঙ্গীত রচনার মধ্যে আছে ‘এক্সপ্রেসো বঙ্গো’। সঙ্গীত ভুবন নিয়ে স্যাটায়ার। পরে ছবি হয়েছে। অভিনয় করেছেন ক্লিফ রিচার্ড। পোটোবেলো রোডে এন্টিক কেনাবেচা নিয়ে রচনা করেছেন ‘মেক মি অ্যান অফার’।

বন্ড বাদে আরো ছবিতে কাজ করেছেন। আছে ১৯৬০ সালের ছবি ‘দি টু ফেইজের অব ড. জ্যাকেল’, ব্রকলির সঙ্গে কাজ করেছেন ১৯৬৩ সালে ‘কল মি বোয়ানা’তে। ১৯৭৯ সালে অলিভার অ্যাওয়ার্ড জয় করেছেন।

কোপল্যান্ডের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়েছে। ২০০০ সালে রিনা চেজারিকে বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর গর্ভে তার মেয়ে আছে সোশানা কিচেন। তার দুই নাতনী আছে।

ওএস।

Header Ad

রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা, ভাঙচুর করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জেরে এ ঘটনা ঘটে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হয় সাত কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হতে থাকে।

পরে বেলা সাড়ে ১২টার দিকে কিছু শিক্ষার্থী ওই কলেজে বিভিন্ন স্লোগান দিয়ে হামলা, ভাঙচুর এবং ভেতরে প্রবেশ করে। এসময় রাস্তার বিপরীত পাশে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিতে দেখা গেছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা সাড়ে ১২টা) দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া চলছে।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে তেমন কোনো ভূমিকায় দেখা যায়নি বলে অভিযোগ সাধারণ মানুষজনের।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বলেন, গতকালকে ডিএমআরসির নেতৃত্ব ঢাকার বেশকয়েকটি কলেজ একত্রিত হয়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। গতকাল রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছিলাম এ ঘটনার সুষ্ঠু একটা সমাধান করার জন্য। কিন্তু আমাদের দেওয়া সময়ের ভেতর তেমন কোনো পদক্ষেপ নেয়নি তারা। তাই আমরা আজ একত্রিত হয়েছি। আমরা শুনেছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা একত্রিত হচ্ছে আমরা এখন সেখানে যাবো। আমাদের সঙ্গে রায়সাহেব বাজারে ও যাত্রাবাড়ী সাত কলেজের অন্য শিক্ষার্থীরা যুক্ত হবে।

এদিকে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার জন্য বারবার মাইকিং করে নিষেধ করেন।

এসময় তিনি বলেন, তোমরা শান্ত হও, তোমাদের সঙ্গে আমরা আছি। গতকালকের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল, আজও এখানে অনুপ্রবেশকারী আছে বলে মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমিটি আসবে, সোহরাওয়ার্দী কলেজকে বলতে চাই গতকালকের ঘটনায় সুষ্ঠু বিচার হবে।

Header Ad

ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আঙুলের চোটে পড়ে ইতোমধ্যেই ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে পরেছেন। টেস্ট সিরিজে না থাকলেও আশা ছিল ওয়ানডে সিরিজে ফিরবেন মুশফিক। তবে সেই আশাতেও এবার দেখা দিয়েছে শঙ্কা। বিসিবির নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম জানিয়েছে যে চোট পুরোপুরি না সারায় মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে মাঠে নামতে না পারার সম্ভাবনাই বেশি।

আঙুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই বাইরে ছিলেন মুশফিক। তখনই ধারণা করা হয়েছিল যে তার মাঠে ফেরা কিছুটা সময় লাগবে। তবে সবকিছু ঠিক থাকলে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মুশফিক মাঠে ফিরতে পারেন বলে জানা গেছে।

এদিকে কুঁচকির চোটের কারণে টেস্ট সিরিজ মিস করা নাজমুল হোসেন শান্তর অবস্থা অনেকটাই উন্নতির দিকে। বিসিবি সূত্র বলছে, তার চোট নিয়ে করা এমআরআই রিপোর্ট সন্তোষজনক হলে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন তিনি।

এছাড়া গুঞ্জন রয়েছে, আবুধাবি টি-টেন লিগ শেষ করে ওয়ানডে দলে যোগ দিতে পারেন সাকিব আল হাসান। তবে বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় এটি এখনো অনিশ্চিত।

বিসিবি চলতি সপ্তাহেই ওয়ানডে দল ঘোষণা করতে পারে বলে জানা গেছে। একদিকে মুশফিকের অনুপস্থিতি, অন্যদিকে সাকিব ও শান্তর সম্ভাব্য ফেরা—এসব মিলিয়ে দলের গঠন নিয়ে আলোচনা চলছে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিপিং করার সময় চোট পান মুশফিক। এরপর থেকেই তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। টেস্ট সিরিজে ফেরার আশাও ব্যর্থ হওয়ার পর ওয়ানডে সিরিজ দিয়েও ফেরা সম্ভব হলো না। এখন অপেক্ষা মুশফিককে চোটমুক্ত হয়ে ফের মাঠে দেখার।

Header Ad

জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ঘোষিত এক দফায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল। গণ-অভ্যুত্থানের সফলতার পর নিজেরাই এ দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরও একধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্যবিরোধীরা।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর মাস জানুয়ারিতেই আলোচিত নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে।

এখনও দলের নাম চূড়ান্ত হয়নি। তবে দলটি তারুণ্যনির্ভর হচ্ছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলা সফর করেছেন। ওই সময় নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে। এরপর কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য গঠিত এই প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। একই সঙ্গে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি।

গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি। দল গঠনের প্রক্রিয়া নিয়েও কিছুদিন ধরে কাজ করছেন। তারা মনে করেন, বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে দেখতে চায়।

জাতীয় নাগরিক কমিটির একটি দায়িত্বশীল সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত জানিয়েছে, জানুয়ারিকে সামনে রেখেই তাদের প্রস্তুতি চলছে। জানুয়ারিতে তারা নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখেই তারা দল গঠনের চিন্তা করছেন।

সূত্রটি আরও বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের উদ্যোগেই নতুন এই দল হবে। নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এবং বাইরের বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে এই দল। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনাও চলছে বলে জানা গেছে।

নতুন দল গঠন করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থাকবে। প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে এই দুটি সংগঠন।

নাম প্রকাশ না করে জাতীয় নাগরিক কমিটির শীর্ষপর্যায়ের এক নেতা বলেন, ‘নাহিদ ইসলামকে সামনে রেখে আমরা জানুয়ারিতে দল গঠনের বিষয়ে ভাবছি। সে ক্ষেত্রে তাকে দল গঠনের আগে উপদেষ্টার পদ ছাড়তে হবে। সবকিছু চূড়ান্ত হলে আমরা আশা করি, সেটি তিনি করবেন। নাগরিক কমিটি ঢাকাসহ দেশের সব থানাপর্যায়ে কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলাপর্যায়ে কমিটি করার কাজ করছে। জানুয়ারির মধ্যেই সেটি সম্পন্ন হয়ে যাবে বলে আমরা আশাবাদী।’

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষপর্যায়ের আরেক নেতা প্রায় একই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তারুণ্যনির্ভর দল গঠন করতে চাই। দেশের জনগণ তরুণ নেতৃত্বকেই বেছে নেবেন। তরুণ নেতৃত্বের মধ্যে নাহিদ ইসলামকেই আমাদের যোগ্য মনে হয়েছে।’

জুলাই-আগস্টের অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয় গত সেপ্টেম্বরে। ৮ সেপ্টেম্বর রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও ‘নতুন বাংলাদেশের’ রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির ৫৬ সদস্যের একটি কমিটি আত্মপ্রকাশ করে।

প্রায় একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বিভিন্ন জেলায় সফর শুরু করেন। ইতিমধ্যে প্রায় ১৫টি জেলায় তারা কমিটি ঘোষণা করেছেন। বাকি জেলাগুলোও প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটি ঢাকায় ২০টির বেশি থানাপর্যায়ের কমিটি ঘোষণা করেছে। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অন্যান্য জেলার কমিটিও প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। এই কমিটিগুলো নতুন দল গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আন্দোলনের নেতারা জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সংবাদমাধ্যমকে বলেন, ‘জানুয়ারির আগে আগে আমরা সব জেলার কমিটি ঘোষণা করব।’

জাতীয় নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার সেক্রেটারি আরিফুল ইসলাম আদীব বলেন, ‘আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক দলগুলোর গতানুগতিক ধারার যে রাজনীতি, সেটা থেকে বের হয়ে বাংলাদেশ পুনর্গঠনের জন্য এবং বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, শক্তিশালী করা একই সঙ্গে মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম রাইজিং কর্মসূচির অংশ হিসেবে। ইতোমধ্যে আমরা ঢাকার ২০টি জেলায় কমিটি ঘোষণা করেছি এবং অন্য জেলাগুলোর অনেক থানাপর্যায়ের কমিটি প্রস্তুত আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ঘোষণাপত্র অনুযায়ী যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সে আহ্বানে সাড়া দিয়েই অভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন, শহীদ পরিবারের সদস্য, আহত সদস্য, নারী, সামাজিক, সংখ্যালঘু, কৃষক, শ্রমিকশ্রেণি এবং এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব কমিটিতে রাখা হচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয়ের কাজ এবং উভয়ের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব পৌঁছে দিতে গত ৮ আগস্ট গঠন করা হয় লিয়াজোঁ কমিটি।

সেদিন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগ মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ছয় সদস্যের লিয়াজোঁ কমিটি ঘোষণা করেন। লিয়াজোঁ কমিটি গঠনের ঠিক এক মাস পর কেন্দ্রীয় শহীদ মিনারে ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। সেখানে লিয়াজোঁ কমিটির সদস্যদের প্রায় সবাই রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ‘নতুন ধরনের রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল অবশ্যই প্রয়োজন আছে। পুরনো দলগুলোর নির্ধারিত রাজনৈতিক আদর্শ আছে।

২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক ভাব, রাজনৈতিক ভাষা জনগণের মধ্যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এই নতুন ভাবভঙ্গি, ভাষা ধারণ করবেন তারা। এটা ধারণ করার জন্য নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক গোষ্ঠীর প্রয়োজন আছে এবং সেটা আমরা দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘এ ক্ষেত্রে তরুণরাই ২৪-এর গণ-অভ্যুত্থানের মূল চালিকাশক্তি, সে স্পিরিট ধারণ করার যোগ্যতম দাবিদার তারাই। ফলে তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল অবশ্যই গঠন হবে। তারা যে যেখানেই থাকুক না কেন, গুরুত্বপূর্ণ সময়ে একত্র হয়ে নতুন একটি রাজনৈতিক শক্তি বা দলে রূপান্তরিত হবেন এবং সেটা নির্বাচনের আগেই। সে ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই যুক্ত হবেন।’

নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গণ-অভ্যুত্থানে যে তরুণ সমাজ এবং নাগরিকরা এসেছেন, ওইসময় তাদের মধ্যে একটা উদ্যোগের আকাক্সক্ষা দেখেছি। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে দেশ পুনর্গঠন চান।

সেই পুনর্গঠন ও উদ্যোগকে ফ্যাসিলিটেট করার জন্য গত ৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে। আমরা এর মধ্যে গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষাকে ধারণ করে বিভিন্ন জায়গায় কমিটি গোছাচ্ছি। ঢাকায় আমাদের ৫০ শতাংশ কমিটি গোছানো শেষ। সারা দেশেই কমিটি ঘোষণার কাজ চলমান।’

রাজনৈতিক দল গঠনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা দেখেছি জনগণের মধ্যে একটি রাজনৈতিক দলের আকাক্সক্ষা ছিল, সেটি তীব্র থেকে তীব্র হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আশা করি, আগামী এক দুই মাস পরই বাংলাদেশের মানুষের সামনে সুন্দরভাবে কোনো দলের বাস্তব রূপ আমরা দেখতে পাব।

এটি জাতীয় নাগরিক কমিটির একক কোনো উদ্যোগ নয়, এটা তরুণদের উদ্যোগ। জাতীয় নাগরিক কমিটি সে উদ্যোগকে ফ্যাসিলিটেট করবে। আমাদের একটা আকাক্সক্ষা, নতুন রাজনৈতিক দল শহীদ ও আহতদের যে আকাঙ্ক্ষা সে স্পিরিটটা তাদের ধারণ করতে হবে।’

সূত্র: দেশ রূপান্তর

Header Ad

সর্বশেষ সংবাদ

রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত