লুইপা-পাপনের গানে নুসরাত-যশ

বাংলাদেশের লুইপা ও বলিউড গায়ক পাপনের গাওয়া গানে মডেল হয়েছেন কলকাতা সিনেমার তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। গানের শিরোনাম 'হারিয়ে গেলাম'।
তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে ঈদ উপলক্ষে টিএম রেকর্ডস থেকে গান ও ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে গানটির টিজার। ৩৬ সেকেন্ডের টিজারে বর-কনের বেশে লুইপা ও পাপনের সুরের ইন্দ্রজালে জড়িয়েছেন নুসরাত ও যশ।
ফারজানা মুন্নির প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।
গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘এ গানটি আমার সংগীত জীবনের অমূল্য অর্জন। আমি মনে করি এটা আমার জন্য আশির্বাদ, তাই গানগুলো গাইতে পারছি। গানটির চিত্রায়ন আমার বিশ্বাস দর্শকদের হৃদয়ে স্থান করে নেবে ।’
প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ৮ জুলাই রাত ৮ টায় ‘হারিয়ে গেলাম’ গানটি প্রকাশিত হতে যাচ্ছে টি এম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে ।
এএম/এমএমএ/
