বব ডিলানের লোকগীতির ডিস্ক ১.৭৭ মিলিয়ন ডলারে বিক্রি
বব ডিলানের ‘ব্লোইন ইন দি উইন্ড’র একমাত্র কপির ডিস্কটি একটি নিলামে ১.৭৭ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। গানটি গায়ক ও গীতিকার ২০২১ সালে রেকর্ড করেছিলেন।
ডিস্কটি, নতুন ধরণের, অত্যন্ত সুন্দর, সত্যিকারের অডিও ফরম্যাটে বানানো।
গানটি ১৯৬২ সালে ক্যারিয়ার শুরু করার পর বব ডিলানের প্রথম ফোক বা লোকগীতির রেকর্ড।
বিক্রি করেছে নামকরা নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি।
গতকাল বৃহস্পতিবার তারা লন্ডনে গানটির রেকর্ডটি বিক্রি করেছেন।
একটি কাঠের বিশেষ বাক্সে ডিস্কটি রাখা আছে। একটি হাড়ের মতো দেখতে। তাতে খোদাই করা আছে নোবেল ও গ্রামি অ্যাওয়ার্ড জয় করা সঙ্গীতবিদ ও প্রযোজক জোসেফ হেনরির স্বাক্ষর। কাজ করেছেন গানটিতে বারনেট থ্রি, মাস্টারিং করেছেন সঙ্গীত প্রকৌশলী জেফ পাওয়ার।
গানটি বব ডিলানের নিজেরই লেখা। মোটে ১০ মিনিটে রচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের পাশের গ্রিনউইচ গ্রামে।
গানটি তিনি ১৯৬২ সালে লিখেছেন বলে জানিয়েছে ক্রিস্টি।
এই ডিস্কটি নিলামে ১.২ মিলিয়ন পাউন্ড বা ১.৪৪ মিলিয়ন ডলার দামে বিক্রি হয়েছে।
ফিগুলো মিলিয়ে দাম ১.৪৮২ মিলিয়ন পাউন্ড বা ১.৭৭ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
ওএস।