করণ জোহরকে ধমক দিয়েছিলেন জয়া

বলিউডের জনপ্রিয় নির্মাতা, প্রযোজক ও সঞ্চালক করণ জোহর। পরিচালনার পাশাপাশি সঞ্চালনার ক্ষেত্রেও উদাহরণ তৈরি করেছেন তিনি। তবে বিতর্ক তার পিছু ছাড়ছেই না। সঞ্চালনা নিয়েও সমালোচনার হাওয়া লেগেছে তার নামের পাশে।
বর্তমানে ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজনের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৭ জুলাই) নতুন রূপে শুধুমাত্র ওটিটিতে ফিরছে এই শো। এর আগেই এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন করণ।
২০০৪ সাল থেকে ২০২২, সঞ্চালনা করতে গিয়ে খারাপ কথা কী শুনেছেন? জিজ্ঞেস করতেই করণ বললেন, ‘শুনেছি বৈকি। আমি খুব জোরে কথা বলি। জয়া আন্টি (জয়া বচ্চন) একবার সবার সামনে বলেছিল।’
করণ বলেন, ‘মাইক হাতে আমি তখন মঞ্চে। জয়া আন্টি বলল, করণ তুমি মাইকে আছ, চিৎকার করছ কেন?’ একথা শুনে সতর্ক হয়েছিলেন সঞ্চালক করণ। শিখেছিলেন মাইক্রোফোনের ব্যবহার। সত্যিই তো, মাইক হাতে কথা বলার সময় চিৎকার করার তো প্রয়োজন পড়ে না।
এএম/এসজি/
