নাঈম-শাবনাজের ছোট মেয়ের গানে ভিডিও নির্মাণ করলেন বড় মেয়ে
ঢাকাই সিনেমার তারকা দম্পতি নাঈম-শাবনাজ। তাদের দুই কন্যা নামিরা ও মাহাদিয়া। ছোট মেয়ে মাহাদিয়া ছোট বেলা থেকেই গান করেন। এর আগে মাহাদিয়া’র নিজস্ব ইউটিউব চ্যানেল কাভার সং এবং বাবার সঙ্গে গাওয়া গানও প্রকাশিত হয়েছে।
এবার মাহাদিয়া তার প্রথম মৌলিক গান নিয়ে আসাছেন। গানের শিরোনাম ‘দিনগুণে’। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। সংগীতায়োজন করেছেন ইউসুফ আহমেদ খান।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নামিরা নাঈম, সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় আছেন আবির স্বপ্নবাজ।
প্রথম মৌলিক গান নিয়ে মাহাদিয়া বলেন, ‘অভি আঙ্কেলের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্কটা একেবারেই অন্যরকম। কিছুদিন আগে এক ঘরোয়া আড্ডায় উনার সঙ্গে এবং ইউসুফ আঙ্কেলের সঙ্গে বসে গান নিয়ে পরিকল্পনা করা হয়। তখনই মূলত দিনগুণে গানটি আমার শোনা হয়। আমি যে ধরনের গান করার কথা ভাবছিলাম ঠিক সেই ধরনেরই গান এটি। গানের কথা খুব সহজ সুন্দর এবং গানের সুরও আমার কাছে ভীষণ ভালোলেগেছে। তাই এই গানটি করা। জীবনের প্রথম মৌলিক গান নিয়ে নিজের মধ্যে ভীষণ উচ্ছ্বাস কাজ করছে। ’
গানের ভিডিও নির্মাতা নামিরা বলেন, ‘ছোটবেলা থেকেই আসলে আমি ক্যামেরার পেছনে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতাম। বাবা যখন নাটক নির্মাণ করতেন তখন আমি ক্যামেরার পেছনে বা মনিটরের সামনে বসে থাকতাম। সেখান থেকেই আসলে নির্মাণের প্রতি আমার আগ্রহ। নিজের বোনের প্রথম মৌলিক গান, ভালোলাগা থেকেই আসলে তার গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা, শুটিং লোকেশন ঠিক করা-সর্বোপরি সবই আমার করা।’
মাহাদিয়া জানান, ৬ জুলাই সন্ধ্যায় তার নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন প্লাটফর্মে গানটি উপভোগ করা যাবে।
এএম/এমএমএ/