সেদিনই বুঝেছিলাম কিশোরদা আমার ভাই: কঁনকচাপা

প্লেব্যাক সম্রাট কিংবদন্তি গায়ক এন্ড্রু কিশোরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার (৬ জুলাই)। ২০২০ সালের ৬ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরনিদ্রায় পাড়ি জমান বাংলা গানকে সমৃদ্ধ করা এই গায়ক।
এন্ড্রু কিশোরের সঙ্গে দ্বৈতভাবে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী কঁনকচাপা। তাদের দুজনের গাওয়া অসংখ্য গান হয়েছে জনপ্রিয়।
তাই দীর্ঘদিনের সহকর্মীর মৃত্যুবার্ষিকীতে বিশেষভাবে স্মৃতিচারণ করে ফেসবুকে এক বিশেষ পোস্ট দিয়েছেন কঁনকচাপা।
সেখানে তিনি লিখেন, ‘কিশোর দা, জীবনে কখনো ভাবিনি আপনাকে নিয়ে স্মৃতিচারণ করবো! আপনি ছিলেন প্রাণশক্তির আধার! আমাদের আনন্দের ব্যংক! আমাদের যে কোন প্রশ্নের সমাধানের জীবন্ত বই, আমাদের সবার বিস্ময়, আনন্দের ফুলঝুরি! জীবনে প্রথম গান ডাক দিয়েছেন দয়াল আমারে এএএএএ বলে যে টান দিলেন সেই পানেই বোহেমিয়ান আপনি এগিয়ে যাচ্ছিলেন বুঝিনি কিশোরদা!
যশোর জেলের ভেতরটা পরিদর্শন করতে গিয়ে বন্দিদের দেখে কাঁদতে গিয়ে আপনার চোখ রাঙ্গানী খেয়ে কান্নাটা যখন গিললাম সেইদিন বুঝেছিলাম আপনি আমার আপন বড় ভাই।
কিশোরদা, জানেন! গানের জগৎ আজকাল একদম অভিভাবক ছাড়া! এভাবে ছেড়ে গেলেন! আপনার কি এই জগতের প্রতি কোন দায়িত্ব ছিল না? যাইহোক, দোয়া করি কায়মনোবাক্যে, স্রষ্টা আপনাকে শান্তি দিন। কিশোরদার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি...।’
এএম/এমএমএ/
