আঁচলের ‘অবসরপ্রাপ্ত প্রেমিক’ কলকাতার ঋষী কৌশিক
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আঁচল। সিনেমায় খুব বেশি নিয়মিত নয়। তবে একেবারেই যে সিনেমায় কাজ করছেন না, বিষয়টি তেমনও নয়। এবার সিনেমার বাইরে ঈদের একটি নাটকে কাজ করেছেন। নাটকটির নাম ‘অবসরপ্রাপ্ত প্রেমিক’। আর এই নাটকে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ঋষী কৌশিক।
নাটকটিতে আঁচলের অবসরপ্রাপ্ত প্রেমিক হয়েছেন এই অভিনেতা। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।
আসন্ন ঈদুল আজহায় আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে।
নাটকের গল্পে দেখা যাবে, অনিক একজন প্রেমিক। এ নিয়ে এলাকায় একটা না একটা গণ্ডগোল বাঁধা রোজকার ঘটনা। কারণ অনিক যাদের প্রেমে পড়ে প্রোপোজ করতে যান— দেখা যায়, তারা কোনো না কোনোভাবে তার জন্য মিস ম্যাচ। এ নিয়ে এলাকার যুব সমাজের মিটিং বসে। কিভাবে অনিককে প্রেম করা থেকে বিরত রাখা যায়? তখন সিদ্ধান্ত হয়, একটা অনুষ্ঠানের আয়োজন করে অনিককে অবসরপ্রাপ্ত প্রেমিক পদক ও সম্মাননা দেওয়া হবে। তার উদ্দেশে মানপত্র পাঠ করা হবে। তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হবে। তাহলে অনিক আর কাউকে প্রেম নিবেদন করতে পারবেন না। কারণ সে তো এখন অবসরপ্রাপ্ত প্রেমিক। সিদ্ধান্ত অনুযায়ী অনিককে বুঝিয়ে অনুষ্ঠানে আনা হয়। কিন্তু অনুষ্ঠানের উপস্থাপিকা ভার্সিটি পড়ুয়া শীলাকে দেখে অনিক ওয়াশরুমে যাওয়ার নাম করে পালিয়ে যান। মানুষ বিয়ের মঞ্চ থেকে পালায় এমন উদাহরণ আছে। কিন্তু এমন অনুষ্ঠান থেকে পালায় তা কেউ ভাবতেই পারেনি। এদিকে শীলার জীবনে নেমে আসে অশান্তি। শীলাকে প্রেম নিবেদন করে বসেন অনিক। এভাবে নানামুখী নাটকীয়তার মধ্যদিয়ে এগিয়ে যাবে ‘অবসরপ্রাপ্ত প্রেমিক’ এর গল্প।
এএম/আরএ/