স্পেনে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন বাঁধন
লাক্স তারকা আজমেরী হক বাঁধন। অভিনয় ক্যারিয়ারে দারুণ এক বসন্ত পার করছেন তিনি। ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল বাঁধন অভিনীত ‘রেহান মরিয়ম নূর’ সিনেমাটি। কান প্রিমিয়ারে প্রশংসাও পেয়েছিল সিনেমাটি।
এবার স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এর ৩৭তম আসরে প্রদর্শিত হয়ে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘রেহানা মরিয়ম নূর’। একইসঙ্গে সেরা অভিনেত্রী হয়েছেন আজমেরী হক বাঁধন।
শনিবার (০২ জুলাই) এ চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন ছিল। এদিন ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।
পুরস্কার প্রাপ্তির খবর সামাজিকমাধ্যমে জানিয়েছেন বাঁধন নিজেই। এই অভিনেত্রী লেখেন, ‘সিনেমা জোভ-এ আমরা দুটি পুরস্কার পেয়েছি। এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ড আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
এর আগেও ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য একাধিক পুরস্কার পেয়েছেন বাঁধন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’ এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এ ছাড়াও কেরালার চলচ্চিত্র উৎসবে পেয়েছেন বিশেষ সম্মান।
আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত সিনেমাটিতে বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু প্রমুখ।
এএম/আরএ/