ফিরলেন মৌসুমী
জায়েদ খান, ওমর সানী ও মৌসুমীকে ঘিরে কম জল ঘোলা হয়নি ঢাকাই চলচ্চিত্রে। এসব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আবারও কাজে ফিরেছেন মৌসুমী।
গতকাল (২৯ জুন) এফডিসিতে তার অভিনীত ‘সোনার চর’ সিনেমার ডাবিংয়ের মাধ্যমে বিরতি ভেঙেছেন তিনি। মৌসুমীর ডাবিংয়ের মাধ্যমেই শেষ হলো এই সিনেমায় তার কাজ। জাহাঙ্গীর সিকদারের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।
এ সম্পর্কে মৌসুমী বলেন, ‘অনেকদিন পর কাজে ফিরেছি। এজন্য ভালো লাগছে। এটি একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। গল্পটি অনেক ভালো। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
১৯৭৫ সালের পরবর্তী সময়ের গল্প নিয়ে সিনেমার কাহিনি গড়ে উঠেছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, তার স্বামীর চরিত্রে ওমর সানী, তিনি লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন। মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান।
২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয় সিনেমার শুটিং। জায়েদ খান ও নবাগত স্নিগ্ধার চারটি গানের শুটিং বাদে সিনেমার কাজ শেষ হয়েছে। তবে শিগগিরই গানগুলোর শুটিং হবে বলে জানান পরিচালক।
এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, শিখা কর্মকার, শিউলী প্রমুখ।
এএম/এসজি/