প্রথম প্রহরে চিরকুটের পদ্মাপার
জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। কনসার্ট করতে খুলনায় গিয়েছিল ২৪জুন। ফেরিতে করে গেলেও ফিরেছে সেতু হয়ে। অল্প সময়ের ব্যবধানে ফেরী ও সেতুর অভিজ্ঞতায় দারুণ উচ্ছ্বাসিত তারা।
যানবাহন চলাচলের জন্য আজ ২৬জুন খুলে দেওয়া হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। আর খুলে দেওয়ার শুরুতেই টোল দিয়ে পদ্মাপার হলো চিরকুট।
প্রথমবার সেতুতে উঠে প্রশাসনের অনুমতি নিয়ে ছবি তুলেছেনও ব্যান্ডের সদস্যরা। বিষয়টি স্যোশাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছেন ব্যান্ডটির গায়িকা শারমিন সুলতানা সুমি নিজেই। তিনি তার ফেসবুকে টোল পরিশোধের কপির ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, ‘প্রথদিন প্রথম প্রহর ট্র্যানজ্যাকশন নং-১০০।
শারমিন সুলতানা সুমির বাড়ি খুলনা-ঝিনাইদহে। প্রথম প্রহরে সেতু পার হওয়া নিয়ে সুমি বলেন, ‘এর আগে পদ্মায় ফেরিতে করে পার হয়েছি। পদ্মার ঢেউয়ে দুলেছি। এবার সেতুতে দাঁড়িয়ে ঢেউ দেখলাম। দক্ষিণবঙ্গের মানুষ হিসেবে পদ্মা সেতু দিয়ে নদী পার হওয়ার যে অনুভূতি তা বলে বোঝাতে পারবো না।’
এ সময় সঙ্গে ছিলেন ব্যান্ডের অন্যান্য সদস্য পাভেল আরিন (ড্রামস), ইমন চৌধুরী (লিড গিটার), জাহিদ নিরব (কি-বোর্ড) ও নেওয়াজ (বেজ গিটার)।
এএম/এএস