উপস্থাপনায় আফরান নিশো

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অভিনয়ের বাইরে সাধারণত দেখা যায় না তাকে। এবার উপস্থাপনা করলেন এই অভিনেতা। এবার বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলার উপস্থাপক হিসেবে দেখা যাবে এই তারকাকে।
তার অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন তিনি। আর চরিত্রগুলোর মাধ্যমে তিনি সাজিয়ে তুলবেন পুরো আনন্দ মেলা। আনন্দ মেলার পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ।
এবারের আনন্দ মেলা প্রসঙ্গে প্রযোজক বলেন, শুধু উপস্থাপনাতেই নয়, পুরো আনন্দ মেলা জুড়ে থাকছে বিভিন্ন চমক। তবে নিশোর উপস্থাপনা দর্শকরা ভিন্নভাবে উপভোগ করবেন আশা করি। আমার বিশ্বাস এবার আনন্দমেলা দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।
অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।
এএম/আরএ/
