বিশেষ আড্ডায় পরীমনি-শরিফুল রাজ

মা হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তাই অনাগত প্রথম সন্তানের জন্য অপেক্ষায় রয়েছেন তিনি ও তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। তাই অভিনয় থেকে আপাতত বিরতি নিয়েছেন এই চিত্রনায়িকা। পরীমনির বেবিবাম্পের ছবিও ভাইরাল হয়েছে।
এবার গর্ভবতী অবস্থায় স্বামী শরিফুল রাজকে নিয়ে হাজির হলেন একটি অনুষ্ঠানে। ঈদ আয়োজনে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলায় দেখা যাবে পরী ও রাজকে। ইতোমধ্যেই এর শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।
আনন্দ মেলার পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ। এবারের আনন্দ মেলা প্রসঙ্গে প্রযোজকদ্বয় জানান, শুধু উপস্থাপনাতেই নয়, পুরো আনন্দ মেলা জুড়ে থাকছে বিভিন্ন চমক। এই অনুষ্ঠানের একটি বিশেষ একটি পর্বে আড্ডায় অংশ নিবেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ।
অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।
এএম/এমএমএ/
