জীবনানন্দের নায়িকা জয়া
জয়া আহসান। দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী। কবি জীবনানন্দের গল্পের নায়িকা হয়ে ২৪ জুন সবার সামনে আসছেন তিনি।
কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা। সায়ন্তন মুখার্জি পরিচালিত সিনেমার নাম ‘ঝরা পালক’।
এই সিনেমায় কবির স্ত্রী লাবণ্য প্রভা দাশের চরিত্রে দেখা যাবে জয়াকে। জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন কলকাতার ব্রাত্য বসু।
এ সম্পর্কে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, ‘সিনেমায় আমার অভিনীত চরিত্রের মধ্যে অনেক বাঁক রয়েছে। জীবনানন্দ দাশের স্ত্রী হিসেবে তাকে সাহস দেওয়া, সংগ্রাম করা, ভেতরের আগুন উস্কে দেওয়া, কবির প্রতি ভালোবাসা রয়েছে। চরিত্রটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। আমার মনে হয়েছিল এই ভূমিকায় অভিনয় করার জায়গা অনেক। লাবণ্য প্রভা দাশের চরিত্রে অভিনয় ও জীবনানন্দ দাশের বায়োপিক এই কারণেই অভিনয় করেছি। প্রত্যেক শিল্পীর জীবনে কত রকমের চড়াই-উৎরাই, ঝড় থাকে। জীবনানন্দ দাশের জীবন, তার ভাবনা, দুঃখ-কষ্ট, আবেগ এবং আশপাশের মানুষগুলোকে আঁকার চেষ্টা করেছেন পরিচালক। জীবনানন্দ দাশ ও তার কবিতা আমার ভালোবাসার। তাকে অনুপ্রেরণা যারা দেন তাদের আমি ভালোবাসি। আশা করছি আমার চরিত্রটিকে সবাই ভালোবাসা দেবেন।’
এএম/এমএমএ/