কেকের শেষকৃত্য হলো বীরশোভা শশ্মানে
ভারতীয় হিন্দি সিনেমার গায়ক কেকে (কৃষ্ণকুমার কুন্নাথ) কলকাতায় একটি লাইভ পারফরমেন্সের পর ৫৩ বছর বয়সে মারা গিয়েছেন। তাকে স্টেজে ‘কেকে’ নামেই সবাই জানতেন। তার অনেক বিখ্যাত গান ও বিপুল ভক্ত, শ্রোতা আছেন।
কেকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সিং, কংগ্রেসের রাহুল গান্ধী, তারকা অভিনেতা অক্ষয় কুমার, আরমান মালিক, মুনমুন দত্ত, হার্শদীপ কাউর তাদের টুইটারে।
অক্ষয় লিখেছেন, ‘খুবই দু:খজনক ও হতাশ হয়েছি যখন জেনেছি, কেকে চলে গিয়েছেন। কী যে ক্ষতি! ওম শান্তি।’
আজ তার দেহ মুম্বাইতে ফিরিয়ে আনা হয়েছে। দুপুর ৩টা ১ মিনিটে বীরশোভা হিন্দু শশ্মানে তার দাহ সম্পন্ন হয়েছে।
অংশ নিয়েছেন তার সিনেমা ও গানের ভুবনের সহকর্মী, পরিবারের সদস্য, আত্মীয় ও ভক্তরা। ছেলে নুকূল তাদের উপস্থিতিতে বাবার শেষকৃত্য করেছেন।
কেকের শেষযাত্রায় বীরশোভা হিন্দু শশ্মানে এসেছেন জাভেদ আখতার ও শঙ্কর মাদেভান। জাভেদ নিজের নামেই খ্যাতিমান আর শঙ্কর ভারতীয় ছবির গায়ক ও সঙ্গীত পরিচালক।
এসেছেন চলচ্চিত্র নির্মাতা বিশাল ভদ্বরাজ ও তার গায়িকা স্ত্রী রেখা। শ্রেয়া ঘোষাল ও অলকা ইয়াগনিক উপস্থিত হয়েছেন। শ্রেয়াকে খুবই হতাশ দেখা গিয়েছে। আরেকজন ছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। ছিলেন গায়ক জাভেদ আলী। তার বাসায় এসেছেন গায়ক হরিহরণও।
ভারতের দুগ্ধ শিল্পের বিরাট কম্পানি আমূল তার স্মরণে বিশ্ব দুগ্ধ দিবসে একটি ডুডুল প্রকাশ করেছে।
কেকের মেয়ে তামারা তার বাবাকে নিয়ে একটি ইনস্ট্রাগ্রাম পোস্ট দিয়েছেন। তাতে তিনি চলে যাবার একটি কার্ড শেয়ার করেছেন ও বলেছেন, ‘আপনাকে চিরদিন ভালোবাসি বাবা।’
ওএস।