মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

অ্যাম্বার হার্ড ১৫ ও জনি ডেপের দুই মিলিয়ন ডলার জরিমানা

একে, অন্যের প্রতি বিশ্বস্ততায়-অ্যাম্বার হার্ড ও জনি ডেপ দুজনেরই বাধ্য থাকার মামলায় তারা বিপক্ষকে অপবাদ দিয়েছেন। ফলে ডেপের নির্দিষ্টভাবে বেশি ক্ষতি হয়েছে বলে রায় দিয়ে মার্কিন আদালত তাকে পুরস্কৃত করেছেন। ফলে একটি আইনগত জয় ঘটেছে অভিনেতার।

এই মামলাটি দায়ের করেছিলেন তিনিই। সাবেক স্ত্রীর বিপক্ষে দায়ের করা মামলায় বলেছেন, ২০১৮ সালে ওয়াশিংটন পোস্ট নামের একটি বিখ্যাত মাকিন দৈনিকের বিশেষ আয়োজনে অভিনেত্রী অ্যাম্বার হার্ড নিজের লেখায় একজন পাবলিক ফিগার হিসেবে তিনি তার মাধ্যমে ঘরে নির্যাতনের শিকার হিসেবে তুলে ধরেছেন। যদিও এই লেখায় তিনি জনি ডেপের নাম উল্লেখ করেননি, তারপরও ডেপ দাবী করেছেন, লেখাটির মাধ্যমে তার অভিনয় জীবনের ক্ষতি হয়েছে।

এরপর সাবেক স্বামীর বিপক্ষে পাল্টা মামলা দায়ের করেছেন অ্যাম্বার। এটিও মানহানির। সেখানে তিনি ডেপের আইনজীবী তার বিপক্ষে যে বিবৃতিগুলো দিয়েছেন, তাতে তার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। তারপর আদালতে শুনানি ঘটে তাদের আলাদা দুটি মামলার।
এখানে আদালতের বিচারক খুঁজে পেলেন যে, অ্যাম্বার হার্ড ওয়াশিংটন পোস্টে যে বিবৃতিগুলো দিয়েছেন, সেগুলোর তিনটির জন্য ডেপকে মূল্য দিতে হয়েছে। সেভাবে ডেপের আইনজীবির একটি বিবৃতিতে অ্যাম্বার হার্ডকে মূল্য দিতে হয়েছে।

অবশেষে তার রায়ে তিনি জনি ডেপকে ১০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদানের জন্য হার্টকে নিদেশ দিয়েছেন। তিনি আরো পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ডেপকে প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন হার্ডকে শাস্তি হিসেবে।

আদালত হার্ডকে ২ মিলিয়ন মাকিন ডলার দিতে নিদেশ দিয়েছেন ডেপকে ক্ষতিপূরণ হিসেবে। তাকে কোনো শাস্তি প্রদান করেননি তিনি।

আদালতে এই মামলা দায়েরের সময় জনি ডেপ ৫০ মিলিয়ন মার্কিন ডলার দাবী করেছিলেন তার ক্ষতিপূরণ হিসেবে। আর অ্যাম্বার হার্ট ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণের মামলা দায়ের করেছিলেন।

তাদের এই মামলা দায়েরের ফলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য মোট ৩ লাখ ৫০ হাজার টাকা আয় করেছে।

আদালতে যখন এই রায় ঘোষণা করা হচ্ছিল, তখন অ্যাম্বার হার্ড তার চোখ দুটি নীচের দিকে নামিয়ে রেখেছিলেন। আর তার সাবেক স্বামী জনি ডেপ তখন আদালতে উপস্থিত ছিলেন না। তার হয়ে আইনজীবি প্রতিনিধিত্ব করেছেন।

তবে এরপর তিনি একটি বিবৃতি দিয়েছেন, ‘আদালত আমার জীবন আমাকে ফিরিয়ে দিয়েছেন।’

আদালতের রায়ের পর জনি ডেপের আইনজীবী বেনজামিন চু ও অ্যাম্বার হার্ডের কামিল ভাসকোয়েজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

জনি ডেপ বিবৃতিতে বলেছেন, ‘একেবারে শুরু থেকে এই মামলাটির লক্ষ্য ছিল, সত্যকে প্রকাশিত করা। ফলাফলের দিকে আমি অমনোযোগী ছিলাম। সত্য বলা এমন কিছু, যেটি আমার মেয়ে ও ছেলে এবং যারা আমাকে পুরোপুরি সমর্থন করেছেন, তাদেরকে আমি ধারণ করি। চূড়ান্তভাবে সেটি করতে পেরেছি জেনে শান্তি অনুভব করছি।’

তার আইনজীবি গতকাল বৃহস্পতিবার ১ জুন বিচারককে ধন্যবাদ জানিয়েছেন ও বলেছেন, ‘এখন পৃষ্ঠা ওল্টানো ও সামনের দিকে তাকানোর সময়।’

‘আমরা খুবই গর্বিত যে, আদালত তাদের সাবধানী আলোচনা প্রদান করেছেন। বিচারক ও আদালকের কর্মীরা বিপুল সময় এবং অনেক সম্পদ এই মামলার জন্য প্রদান করেছেন বলে তাদের কাছে আমরা কৃতজ্ঞ’, আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন অ্যাম্বার হার্ডের আইনজীবি কামিল ভাসকোয়েজ।

অ্যাম্বার হার্ড তার আইজীবির মাধ্যমে তার ‘হৃদয় ভেঙেছে ’বলে জানিয়েছেন। তিনি আরো বলেছেন, ‘আমি আজ যে হতাশা অনুভব করছি, সেটি বলার মতো ভাষা আমার নেই। আমার হৃদয় এই জন্য ভেঙেছে, যে পাহাড় সমান প্রমাণাদি এখনো আমার সাবেক স্বামীর অনুপাতহীন শক্তি, প্রভাব ও শাসনের বিপক্ষে দাঁড়ানোর জন্য যথেষ্ট নয়।’

২০০৯ সালে ‘দি রাম ডায়রি’ নামের ছবি করতে গিয়ে তাদের দুজনের ঘনিষ্টতার শুরু।

২০১৫ সালে জনি ডেপ ও অ্যাম্বার হার্ড বিয়ে করেছেন। তাদের সংসার মোটে একটি বছর টিকেছে। এরপর বিচ্ছেদ।

আদালতে বিচারের সময় অ্যাম্বার হার্ড জানিয়েছেন যে, তাদের সম্পর্কের ভেতরে মৌখিক ও শারীরিকভাবে তাকে নির্যাতন করেছেন জনি ডেপ। তাকে যৌন নিযাতনের অভিযোগও করেছেন।

একাধিকবার জনি ডেপ জানিয়েছেন, তিনি তার জীবনে কোনোদিন কখনো কোনো মহিলাকে মারেননি। তিনি হার্টের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি তাকে যৌন নির্যাতনের অভিযোগও অস্বীকার করেছেন। উল্টো গৃহস্থালি নির্যাতনের শিকার হয়েছেন অ্যাম্বার হার্ডের কাছে-আদালতে অভিযোগ করেছেন। বলেছেন, তিনি তা অস্বীকার করছেন।

এই মামলাগুলো চলার সময় হার্ড ও ডেপের আইনজীবিরা তাদের প্রমাণ হিসেবে অনেক ছবি ও অডিও এবং ভিডিও রেকর্ড দাখিল করেছেন। ডেপ ও হার্ড ২০১৫ সালে বিয়ের পর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট লরেল অ্যান্ডারসন বিয়ের পরামর্শক হিসেবে চাকরি করেছেন। তিনি ১৪ এপ্রিল স্বাক্ষ্য দিয়েছেন যে, ‘হার্ড ডেপকে গালাগাল করতেন এবং সেটি মানসিক নির্যাতন।’

এই মামলার সময় ডেপের দল স্বাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন যাদের, তাদের মধ্যে মডেল কেট মসও ছিলেন। তার সঙ্গে তার আগে সম্পর্ক ছিল। তারা ওয়াল্টার হার্মাডাকে এনেছেন। তিনি ওয়ার্নার ব্রস ডিসকভারি, যারা সিএনএন ও ডিসি ফিল্মসের মালিক, এই ডিসি ফিল্মসের প্রধান। অভিনেত্রী এলেন ব্রার্কিন এবং ডেপের সহযোগীদের একজন হার্টকে পরীক্ষাও করেছেন। তবে হার্ড তুলনামূলকভাবে অনেক কম সমর্থক আনতে পেরেছেন। তিনি ডেপের বিনোদন ব্যবসা জগতের কাছে হেরেছেন ও কোর্টের ভেতরে তার তুলনায় অনেক পিছিয়ে ছিলেন।

এখন অ্যাম্বার হার্ডের বয়স ৩৫ বছর। আর ডেপের ৫৮।

ওএস।

Header Ad
Header Ad

নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ায় পার্থক্য বেশি না: নজরুল ইসলাম

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের অবস্থানে খুব বেশি পার্থক্য নেই। তিনি জানান, সরকার যদি বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তাহলে তা ডিসেম্বরে হতে পারে বলেই ধরে নেওয়া যায়। এ অবস্থায় বিএনপি শুধু চায়, ডিসেম্বরের একটি তারিখ ধরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “সরকার তো বলেনি ডিসেম্বরেই নির্বাচন হবে না। আমরাও বলছি না আজই নির্বাচন হোক। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন ডিসেম্বরে হলে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে এত বড় পার্থক্য কোথায়?”

এ সময় প্রশাসনে ‘বিএনপির লোক’ বসানোর অভিযোগ প্রত্যাখ্যান করে নজরুল ইসলাম বলেন, “যিনি এই অভিযোগ তুলেছেন, তিনি নিজেই সরকারের উপদেষ্টা ছিলেন। বিএনপিকে তো প্রশাসন থেকে বিতাড়িত করা হয়েছিল। সেই সময় বৈষম্যের শিকার হওয়া ৭০০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিলেও, এখনো তাদের কাউকে পদায়ন করা হয়নি।”

তিনি প্রশ্ন তোলেন, “কোথায় বিএনপির লোক বসানো হয়েছে? যারা সরিয়ে দেওয়া হয়েছিল, তাদের যদি একজনও এখন কোনো পদে থাকতেন, তাহলে বলা যেত। আসলে এসব প্রশ্ন আমাদের না করে তাদের করা উচিত।”

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  যা দেশের বাজারে ইতিহাসে সর্বোচ্চ।  মঙ্গলবার (২২ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। সোমবার (২১ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এবার ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাজুস।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে।  ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।  এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।  তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ১৯ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।  চলতি বছর ২৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম।  যেখানে দাম বাড়ানো হয়েছে ১৮ বার, আর কমেছে মাত্র ৬ বার।  আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।  যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।  দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

Header Ad
Header Ad

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি

গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দলটির আরেক যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মার্চ জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে।

এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শাতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশ প্রদান করেছেন।

একইসঙ্গে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ায় পার্থক্য বেশি না: নজরুল ইসলাম
দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি
দুই বাংলাদেশি কৃষককে ধরে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল
গাইবান্ধায় অপহরণের দুই ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক ২
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা
২০ দিনে ৫০ কোটিরও বেশি আয় করল শাকিবের 'বরবাদ'
ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার
টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার
কারাগার থেকে দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে: কাঠগড়ায় দাঁড়িয়ে পলক
খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান
বাকৃবিতে পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অকার্যকর বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন
পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’য় জুটি বাঁধছেন ইমন-দীঘি
বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার