ভারতের সংগীতশিল্পী কেকে হার্ট অ্যাটাকে মারা গেছেন
ভারতের হিন্দি গানের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে হার্ট অ্যাটাকে কলকাতায় মারা গেছেন। মঙ্গলবার (৩১ মে) কলকাতার একটি কলেজের অনুষ্ঠান উপলক্ষ্যে নজরুল মঞ্চে গান গেয়েছিলেন সংগীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের (৫৩)। আজও সেখানে ছিল তাঁর গান করার কথা ছিল। কিন্তু মঞ্চে উঠার আগে শরীর খারাপ লাগলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পরই মারা যান শিল্পী কেকে। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
জানা গেছে যেই নজরুল মঞ্চে গান করার কথা ছিলো কেকের সেখানে এসি ঠিকমতো কাজ করছিল না, এর মধ্যেই টানা দুই দিন মঞ্চে গান করেন তিনি। অতিরিক্ত ধকলই এই অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুতে ভারতের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
দুই দিন আগে মুম্বাই থেকে কলকাতায় আসেন কেকে। কলকাতার একটি পাঁচতারা হোটেল অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় নজরুল মঞ্চে প্রবেশ করেন তিনি। সেখানে মঞ্চে গানের অনুষ্ঠানে অংশ নেনে। মঞ্চে গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হার্ট অ্যাটাক বা সেরিব্রালে মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই ভাবা হচ্ছে।
কেকের জন্ম দিল্লিতে। নয়াদিল্লীতে তার বেড়ে ওঠা এবং পড়াশোনা। বলিউডে কাজের সুযোগ পাওয়ার আগে প্রায় সাড়ে ৩ হাজার জিঙ্গলস গেয়েছেন তিনি। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অব ইন্ডিয়া’ গেয়ে দারুণ প্রশংসা পান। ১৯৯১ সালে ছোটবেলার ভালোবাসা জ্যোতির সঙ্গে ঘর বাঁধেন কেকে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
সূত্র: আনন্দলোক/আনন্দবাজার