মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

হিরকজয়ন্তীতে সেরা অভিনেত্রী ইরানের জার আমির এবরাহিমি

সুইডেনের পরিচালক রুবেন ওসলোনের শ্রেণী সংগ্রামকে হাস্যরসাত্নক ও মিলনাত্নক ধারায় তুলে ধরার ছবি ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ কান চলচ্চিত্র উৎসবের হিরকজয়ন্তীতে সেরা পুরস্কার “পাম দ’র” জয় করেছে।
শনিবার রাতে, ২৮ মে কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে জাঁকজমকপূণ শেষ পর্বে ‘পাম দ’র জয় করেছে ওসলোনের ছবি। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে মযাদাপূর্ণ সিনেমা পুরস্কারের একটি দ্বিতীয়বারের মতো জয় করেন তিনি ।
২০১৭ সালে ‘দি স্কয়ার’ ছবিটির জন্য কানের সেরা পুরস্কারটি তিনি জিতে নিয়েছিলেন। একজন ভেঙে পড়তে থাকা জাদুঘর বা আর্ট গ্যালারির কিউরেটর বা তত্বাবধায়ক মুখোমুখি হতে থাকেন তার অস্তিত্বের সংকটগুলোতে, তার প্রিয়তম জাদুঘরেও সেসব সংকটের প্রবাহে পড়েন তিনি, এরপর যখন তার নামকরা সুইডিশ জাদুঘরের আবার সুনাম তৈরির জন্য একটি গণযোগাযোগ দলকে নিয়োগ করেন, সেখানেও রক্ষা পাননি। একটি প্রাকৃতিক দুর্যোগে তার জাদুঘরটি ধ্বংস হয়ে যায়-এই হলো দি স্কয়ারের গল্প।
‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ ছবিতে একটি মার্কসবাদীদের ইয়ট বা পালতোলা হালকা নৌকা (প্রতিযোগিতার জন্য বিশেষভাবে তৈরি করা হয়) ক্যাপ্টেনের ভূমিকার প্রধান চরিত্রে অভিনয় করেছেন উডি হ্যারেলসন। তিনি একজন নামকরা মার্কিন অভিনেতা ও নাট্যকার। একটি ‘প্রাইম টাইম অ্যামি অ্যাওয়ার্ড’ আছে, দুটি ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড’ জয় করেছেন। তার বাদেও তিনবার অস্কার ও চারবার গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিলেন।
ভিনসেন্ট লিনডেনের নেতৃত্বে নামকরা নানা দেশের ৯ বিচারকদের বিচারে দ্বিতীয় সেরা পুরস্কার ‘ঘঁ পি’ জয় করেছে যৌথভাবে বেলজিয়ামের তরুণ পরিচালক ও চিত্রনাট্যকার লুকাস দন্তের শৈশবের অল্পবয়স নিয়ে নাটকীয় সিনেমা ‘ক্লোজ’ ও ফ্রান্সের প্রবীণ নারী পরিচালক ক্লেয়া দুনির ‘স্টারস অ্যাট দি মুন’।
দুনির ফিচার ছবি ‘বুথ হাভাই’কে ৯০ দশকে বিশ্ব সিনেমার ইতিহাসের সেরা ছবিগুলোর একটি হিসেবে মান্য করা হয়।
দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় সিনেমা অভিনেতা সুং কাং হো জাপানের পরিচালক ‘হিরোকাজু কোরেএ-এদা’র ছবি ব্রোকার’-এ তার অভিনয়ের জন্য ‘সেরা অভিনেতা’ হয়েছেন। ছবিটির গল্প একটি কোরিয়ান পরিবারের, যারা একটি ফেলে যাওয়া শিশুর জন্য একটি বাড়ির খোঁজ করছেন। হিরোকাজু ২০১৩ সালে তার লাইক ফাদার, লাইক সনের জন্য জুরি পুরস্কার জয় করেছেন। তিন বছর আগে সুং কাং হো’ও প্যারাইট ছবির জন্য অত্যন্ত সুনাম অর্জন করেছেন এই কানে। ছবিটি বানিয়েছেন দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক পুং চুং হো ও। ২০১৯ সালের পাম দ’র করেছে।
ইরানের অভিনেত্রী জার আমির এবরাহিমি একজন নারী সাংবাদিক হিসেবে অসামান্য অভিনয়ের জন্য জয় করেছেন ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার। তৈরি করেছেন আলী আব্বাসি। নাম ‘হলি স্পাইডার’। ইরানের পবিত্র শহর মাশহাদের যৌনকর্মীদের একে, একে হত্যা করে চলা একজন অপরাধীর পেছনে ছোটা সাংবাদিকের গল্প। প্রচণ্ড হিংস্রতা ও সুস্পষ্ট চিত্রনাট্যের জন্য তাদের দেশ ইরানে ছবিটির শুটিং করতে দেওয়া হয়নি। ফলে জর্দানে চিত্রায়ণ করেছেন পরিচালক। ৪১ বছরের যুবক পরিচালক জন্মেছেন তেহরানে। তেহরান পলিটেকনিক থেকে ২০০২ সালে পাশ। চলে গিয়েছেন সুইডেনের রাজধানী স্কটহোমের ‘কেটিএচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি’তে স্থাপত্যবিদ্যায়। পাশ করে ‘ন্যাশনাল ফিল্ম স্কুল অব ডেনমার্ক-এ ইরানি হিসেবে ভর্তি হয়েছেন। ২০১১ সালে পাশ। তার তখনকার ছবিটির নাম হলো ‘এম ফর মারকুস’। রাজধানী কোপেনহেগেনে বাস করলেও ইরানি পাসপোর্ট বহন করেন তিনি। ২০০৬ সালের নার্গিস টিভি সিরিজের জন্য তার নায়িকা জার আমির দেশে খুবই পরিচিত ও জনপ্রিয়।
‘দি জুরি প্রাইজ’ বা বিচারকদের পুরস্কারটি ৭৫তম কান চলচ্চিত্র উৎসব বা এই হিরকজয়ন্তীতে লাভ করেছে ‘দি এইট মাউনটেইনস’। এটি বন্ধুত্বের গল্প। শাহলট ভনদেহমেশ ও ফেলিক্স ভ্যান ঘোনিংগেনের বানানো। প্রথমজন বিখ্যাত অভিনেত্রী, পরেরজন নামকরা পরিচালক। স্বামী-স্ত্রী এই নামেই ইতালির একজন বিখ্যাত লেখক পাওলো কোনিয়েত্তির একটি বই আছে। ইতালি ও ফ্রান্সে কটি পুরস্কার জয়ের পর প্রথম বই হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রেও অনূদিত হয়েছে। তিন দশক আগের ছোটবেলার কাহিনী দুই বন্ধুর। এই শাখায় যৌথ পুরস্কারটি জিতেছে ইয়েজে স্কলিমভস্কির ‘এও’ ছবিটি। ছবিটি একটি গাধার আধুনিক ইউরোপ জুড়ে নির্মম যাত্রার গল্প। বানাতে গিয়ে ছয়টি গাধা ব্যবহার করেছেন পরিচালক ও তিনি তাদের পুরস্কার নিতে গিয়ে ধন্যবাদ দিয়েছেন।
সেরা চিত্রনাট্য জয় করছে ‘বয় ফ্রম হ্যাভেন’। লিখেছেন তারিক সালেহ। মিশর-সুইডেনের দ্বৈত নাগরিক। একটি কাহিনী মিশরের আল আজহার মসজিদকে ঘিরে। একটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ও আছে একে ঘিরে।
‘প্রথম সেরা সিনেমা’র পুরস্কার জয় করেছে হিরকজয়ন্তীতে ‘ওয়ার পনি’ বা যুদ্ধের নারী ঘোড়া। পুরস্কারটির নাম হলো “ক্যামেরা দ’র”। পেয়েছেন দুইজন নারী প্রযোজক মার্কিন অভিনেত্রী রাইলি কিয়ো ও নরওয়েজিয়ান পরিচালক গিমা গামেল। রাইলির এই প্রথম পরিচালনা। মার্কিন যুক্তরাষ্ট্রের আদিবাসী ইন্ডিয়ানদের একটি সংশোধনাগারের গল্প।
এবার কানে এসেছে বিশ্ববিখ্যাত ও হলিউডের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘এলভিস’। বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা রক তারকা এলভিস প্রিসলির নাম কামানোর ৫০’র দশকের সময়গুলোতে তার ম্যানেজার কর্নেল টম পার্কারের সঙ্গে অম্ল, মধুর ও জটিল সম্পর্কের গল্প। এসেছে টম ক্রুজের ৩৬ বছরের পরের সিরিয়াল ‘টপ গান : মেভেরিক’ ও ইস্তানবুলে করা ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অব লঙিং’। মোট ২১টি ছবি দেখেছেন এই পর্বে দশকরা।

 

Header Ad
Header Ad

নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ায় পার্থক্য বেশি না: নজরুল ইসলাম

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের অবস্থানে খুব বেশি পার্থক্য নেই। তিনি জানান, সরকার যদি বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তাহলে তা ডিসেম্বরে হতে পারে বলেই ধরে নেওয়া যায়। এ অবস্থায় বিএনপি শুধু চায়, ডিসেম্বরের একটি তারিখ ধরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “সরকার তো বলেনি ডিসেম্বরেই নির্বাচন হবে না। আমরাও বলছি না আজই নির্বাচন হোক। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন ডিসেম্বরে হলে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে এত বড় পার্থক্য কোথায়?”

এ সময় প্রশাসনে ‘বিএনপির লোক’ বসানোর অভিযোগ প্রত্যাখ্যান করে নজরুল ইসলাম বলেন, “যিনি এই অভিযোগ তুলেছেন, তিনি নিজেই সরকারের উপদেষ্টা ছিলেন। বিএনপিকে তো প্রশাসন থেকে বিতাড়িত করা হয়েছিল। সেই সময় বৈষম্যের শিকার হওয়া ৭০০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিলেও, এখনো তাদের কাউকে পদায়ন করা হয়নি।”

তিনি প্রশ্ন তোলেন, “কোথায় বিএনপির লোক বসানো হয়েছে? যারা সরিয়ে দেওয়া হয়েছিল, তাদের যদি একজনও এখন কোনো পদে থাকতেন, তাহলে বলা যেত। আসলে এসব প্রশ্ন আমাদের না করে তাদের করা উচিত।”

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  যা দেশের বাজারে ইতিহাসে সর্বোচ্চ।  মঙ্গলবার (২২ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। সোমবার (২১ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এবার ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাজুস।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে।  ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।  এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।  তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ১৯ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।  চলতি বছর ২৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম।  যেখানে দাম বাড়ানো হয়েছে ১৮ বার, আর কমেছে মাত্র ৬ বার।  আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।  যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।  দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

Header Ad
Header Ad

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি

গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দলটির আরেক যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মার্চ জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে।

এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শাতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশ প্রদান করেছেন।

একইসঙ্গে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ায় পার্থক্য বেশি না: নজরুল ইসলাম
দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি
দুই বাংলাদেশি কৃষককে ধরে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল
গাইবান্ধায় অপহরণের দুই ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক ২
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা
২০ দিনে ৫০ কোটিরও বেশি আয় করল শাকিবের 'বরবাদ'
ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার
টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার
কারাগার থেকে দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে: কাঠগড়ায় দাঁড়িয়ে পলক
খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান
বাকৃবিতে পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অকার্যকর বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন
পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’য় জুটি বাঁধছেন ইমন-দীঘি
বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার