রাজশাহী গিয়ে দোয়া চাইলেন অপু বিশ্বাস
রাজশাহীতে একটি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থেকে ভক্তদের কাছে বাংলা সিনেমার জন্য দোয়া চাইলেন নায়িকা অপু বিশ্বাস।
শুক্রবার (২৭ মে) বিকাল ৪টায় মার্সেলের সৌজন্যে রাজশাহীর বানেশ্বরে মার্সেল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টে অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের পার্শ্ববর্তী জেলা বগুড়ায় মেয়ে। আপনাদেরই মেয়ে। আপনারা আমাকে ভালোবাসেন। আমার সিনেমা দেখবেন। বাংলা সিনেমার জন্য দোয়া করবেন। এ সময় তিনি দেশীয় পণ্য মার্সেলের পণ্য কিনতেও ভক্তদের আহ্বান জানান।
বানেশ্বর সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মার্সেলের সৌজন্যে বানেশ্বর ফুটবল একাডেমি এই টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্ট শেষে চাম্পিয়ন দলকে মার্সেলের সৌজন্যে একটি ফ্রিজ ও রানার আপ দলকে এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র অভিনেতা ও মার্সেল ব্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান।
তিনি বলেন, রাজশাহী বিভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ এলাকা। এখানকার মানুষগুলোও অনেক ভালো। যাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করে। আজকে (২৭ মে) এই কলেজ মাঠে দেশের ছেলেরা খেলছে। আমরা আমার দেশকে ভালোবাসি, দেশের সন্তানকে ভালোবাসি, দেশীয় পণ্যকেও ভালোবাসি। এ সময় তিনি বিদেশি পণ্য বর্জন করে দেশীয় কোম্পানি মার্সেলের পণ্য ক্রয়ে দর্শকদের আহ্বান জানান।
টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মার্সেল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, মার্সেল সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মো সাখাওয়াত হোসেন, মার্সেল সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, মার্সেল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন মিলন, হাজী ওবাইদুল হক সন্সের স্বত্বাধিকারী মো. ওবাইদুল ইসলাম প্রমুখ।
এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে কাঁঠালবাড়িয়া ফুটবল একাডেমির কাঁঠাল বাড়িয়া একাদশ এবং সাব্বির একাদশ নরসিংদী গ্র্যান্ড ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।
এমএসপি