কানের সেরা স্বর্ণপাম পেলেন টম ক্রুজ ও ফরেস্ট উইটেকার
ফরাসি চলচ্চিত্র উৎসব ‘কান’র সবচেয়ে বড় পুরস্কার ‘সম্মানসূচক পাম দ’র বা ‘স্বর্ণপাম’ লাভ করেছেন মার্কিন বিশ্বখ্যাত অ্যাকশন তারকা, রোমান্টিক নায়ক টম ক্রুজ। কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম বর্ণাঢ্য উৎসবে নিকোল কিডম্যানের সাবেক স্বামী ও মিশন ইমপসিবলের অ্যাকশন তারকা নায়ককে এই পুরস্কারটি প্রদান করা হয়। খবরটি টুইটারেও প্রকাশ করেছে ভ্যারাইটি।
টমের সর্বসাম্প্রতিক ছবি টপ গান : মেভেরিকের প্রদর্শনী শুরু হওয়ার আগে বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য তাকে অন্যতম সেরা ও তার জীবনের সবচেয়ে বড় পুরস্কারটির একটি প্রদান করা হয়। তিনি এখনো কোনো অস্কার জয় করতে পারেননি।
এই ছবিটি ১৯৮৬ সালে টম ক্রুজেরই অভিনয় করা টপ গানের পরের ছবি। প্রথম ছবিতে নায়ক ক্রুজ একজন মার্কিন নৌবাহিনী কমিশন অফিসার। তিনি ওয়ারেন্ট অফিসার পদবীর। ১৫ মিলিয়ন মার্কিন ডলারের ছবিটি আজতক ৩৫৭.১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বিশ্বজুড়ে। আর আজকের ছবিটির বাজেট হলো ১৫২ মিলিয়ন মার্কিন ডলার। এখানে তিনি জাহাজের ক্যাপ্টেন। ৩৬ বছর পর ক্রুজের পরের ছবিটি বেরুলো।
টম ক্রুজের আগে এই সম্মানসূচক পাম দ’র বা স্বর্ণপাম দেওয়া হয়েছে ২০১৯ সালে ফরাসী অভিনেতা অ্যালান ড্যালেনকে। গত বছর মার্কিন অভিনেত্রী জোডি ফস্টার ও ইতালিয়ান পরিচালক মাকো বেল্লোকিওকে।
তার দেশেরই কৃষ্ণাঙ্গ অভিনেতা ফরেস্ট উইটেকারও একই ‘সম্মানসূচক স্বর্ণপাম’ বা ‘অনারারি পাম দ’র জয় করেছেন এই হিরকজয়ন্তীতে। ঠিক ৩৪ বছর আগে এই কান চলচ্চিত্র উৎসবে এসেছিলেন প্রথম অভিনেতা-সমাজকমী। তিনি তখন ক্লিন্ট ইস্টউডের ‘বার্ড’ নামের তুমুল আলোচিত ও বিখ্যাত ছবিটি নিয়ে। এই সিনেমাটি বরণ্যে অভিনেতা ইস্টউড বানিয়েছেন চার্লি পার্কার নামের জ্যাজ গানের স্যাক্সোফোন বাদক ‘বার্ড’ নামে খ্যাত অসাধারণ যন্ত্রসঙ্গীতশিল্পীর জীবন অবলম্বনে। ছবিটি তাকে সেরা অভিনেতার সম্মানটি জয় করাতে পারত বলে ধারণা করেছিলেন সবাই। তবে সেটি ঘটেনি।
এবার সেই দুঃখ ভুললেন ফরেস্ট উইটেকার। তিনি কিন্তু অস্কার জয়ী অভিনেতা। এই ৭৫তম আসরে ফরেস্ট উইটেকার এসেছেন যুদ্ধ ও সংঘাতে আক্রান্ত দক্ষিণ সুদানের প্রামাণ্যছবি ‘দি শেক অব পিস’ নিয়ে। এই প্রামাণ্য ঘরাণার ছবিতে তিনি প্রধান অভিনেতা।
হিরকজয়ন্তীর কান চলচ্চিত্র উৎসবের শুরুর দিনই সংবাদ সম্মেলনে পুরোনো দিনের স্মৃতিতে ফিরেছেন অস্কারজয়ী এই অভিনেতা, “প্রথম কান উৎসবে এসে আমি একজন অভিনেতা হিসেবে আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেছি। তবে তখন আমি কেবল একটি ‘ছোট্ট’ বালকই ছিলাম, আগে কখনো কোনো চলচ্চিত্র উৎসবে অংশও নেইনি। জানতাম না কীভাবে সেখানে অংশ নিতে হয়।”