কানের প্রথম চলচ্চিত্রের দেশ সম্মান পেল ‘ভারত’
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের সুবর্ণজয়ন্তী এখন। আজ ১৭ মে ২০২২ থেকে উৎসব শুরু হচ্ছে।
চলচ্চিত্র উৎসবটি ফ্রান্সের কান শহরে আয়োজিত একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব। যেখানে সব শাখার নতুন ছবিগুলোর পর্যালোচনা করা হয়। এই ছবিগুলোর শাখায় আছে প্রামাণ্যচিত্রগুলোও। কান চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলো আসে সারা বিশ্ব থেকে।
কান শহরের কনভেনশন সেন্টার ‘প্যালে দে ফেস্টিভ্যাল এ দে কুংঘের’-এ আয়োজন করা হয় এখন।
অস্কারের মতো কানেও আছে ‘রেড কার্পেট আসর’। তবে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের লাল গালিচা হতে যাচ্ছে একটি গালা ইভেন্ট (একটি উৎসবকে বিশেষভাবে উদযাপন, একটি জনগণের উৎসব আয়োজন)।
ভারতের খেলা, যুব, তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ.আর. রহমান ও একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে আটটি ছবি কানের জন্য নির্বাচিত হিন্দি ভাষার চলচ্চিত্রাভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিয়ে ভারতীয় প্রতিনিধি হিসেবে লাল গালিচা সংবর্ধনা লাভ করবেন।
কান চলচ্চিত্র উৎসবের জন্য ভারতের সংবাদমাধ্যম নিউজ অন এয়ার বা এআইআর প্রতিনিধি জানিয়েছেন, কান চলচ্চিত্র উৎসবে ইউরোপের প্রধান তিনটি চলচ্চিত্র উৎসবের একটি।
ইতালিতে হয় ‘ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল’। রাজধানী ভেনিসে আয়োজিত এই উৎসবকে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও বলা হয়। বিশ্বের সবচেয়ে পুরোনো সিনেমা উৎসব এটিই। ১৯৩২ সালের ৬ আগষ্ট থেকে শুরু। এখন চলছে ৮৯ বছর।
অন্যটি হলো ‘বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ১৯৫১ সাল থেকে শুরু। কান এর ৫ বছর আগে শুরু হয়েছে। ১৯৪৬ সালে।
এর বাদেও কান চলচ্চিত্র উৎসব বিশ্বের সেরা পাঁচটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম। এই ইউরোপের বাকি দুটি হলো কানাডার রাজধানীতে ‘টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সানডান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।
কানাডার উৎসবটিতে গড়ে ৪ লাখ ৮০ হাজার চলচ্চিত্রপ্রেমী দশক ও শিল্পী, কলাকুশলী এবং নির্মাতার আগমন ঘটে। ৪৬ বছরের পুরোনো উৎসবের শুরু ১৯৭৬ সালে।
সানডান্স একটি অলাভজনক চলচ্চিত্র উৎসব। স্বাধীনধারার শিল্পী ও পরিচালকদের নিয়ে আয়োজন করা হয় ১৯৮১ সাল থেকে।
কানের শুরু ১৯৪৬ সালে। এবারের উৎসব হবে ১৭ থেকে ১৮ মে। মোট ১১ দিনের।
কানের সুবর্ণজয়ন্তীতে মাকিন চিরসবুজ অ্যাকশন হিরো টম ক্রুজকে সম্মাননা জানানো হবে। বিশ্বের সবচেয়ে বেশি সম্মানি লাভ করা এই অভিনেতা ও প্রযোজক এখন ৫৯ বছর বয়সী।
তিনি ১৯৮১ সালে তার সিনেমা জীবন শুরু করেন।
অষ্ট্রেলিয়ান-আমেরিকান নিকোল কিডম্যানের সাবেক স্বামী তিনটি গোল্ডেন গ্লোব পেলেও এখনো কোনো অস্কার জয় করতে পারেননি।
তার বিশ্বসেরা সিরিজের নাম হলো ‘মিশন ইমপসিবল সিরিজ’। ক্রুজের নতুন ছবি ‘টপ গান : মাভেরিক’ এবারের উৎসবে শুভ মুক্তির মাধ্যমে তাকে বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে।
সুবর্ণজয়ন্তীতে কানের অফিশিয়াল বা প্রাতিষ্ঠানিকভাবে চলচ্চিত্রের বাজার হিসেবে প্রতিষ্ঠিত দেশের সম্মান লাভ করেছে হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, ভোজপুরিসহ বহু ভাষার, শাহরুখ, সালমান, আমির, রেখা, অমিতাভ, উত্তম, সৌমিত্র, সুচিত্রা, সন্ধ্যা মুখার্জি, লতা মুঙ্গেশকর, শ্রীদেবীর দেশ ‘ভারত’। এবারই প্রথম উৎসবটি কোনো দেশকে এই সম্মানটি প্রদান করে কান নিজে সম্মানিত হলো। এই সময়ে, যখন, ভারত নিজেও ব্রিটিশের হাত থেকে ‘অহিংস স্বাধীনতা’ লাভের ৭৫ বছর পালন করছে।
‘ফিল্ম মার্কেট কান্ট্রি অনার’ লাভ করা ভারতের যে ছবিগুলো কান চলচ্চিত্র উৎসবের এই বছর দেখানো হবে, তার সবগুলোই প্রথম প্রদর্শিত হচ্ছে নিয়মানুসারে।
রয়েছে ‘রকেট্রি : দি নামবি ইফেক্ট’। এই ছবিটি ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান ‘পদ্মবিভূষণ’ লাভ করা ৮০ বছরের পথিকৃৎ মহাকাশ প্রকৌশলী, ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা এস. নামবি নারায়ণের জীবন নিয়ে বানানো।
তার চরিত্রে অভিনয় করছেন বিহারে জন্মানো ৫১ বছরের তামিল ও হিন্দি ছবিতে অভিনয় করা রঙ্গনাথন মাথবন। ছবিটিতে আরো আছেন প্রধানত তামিল ভাষার অভিনেত্রী, প্রযোজক ও নৃত্যশিল্পী শিমরান। তার বয়স ৪৬। তিনি তেলেগু, মালায়ালাম, হিন্দি ছবিতে কখনো, কখনো অভিনয় করেন। কোক ও ফান্টার মডেল ছিলেন।
লতা মুঙ্গেশকরের মাতৃভাষা মারাঠিতে বলিউডের হিন্দি ছবির জগৎ মুম্বাইয়ের রাজ্য মহারাষ্ট্রের প্রাণ গঙ্গার (আমাদের পদ্মা) পর ভারতের দ্বিতীয় দীর্ঘতম ও তৃতীয় প্রশস্ত নদী গোদাবাড়ি নদীর নামে বানানো ছবি ‘গোদাবাড়ি’। নদীটি দেশের ১০ ভাগ ভৌগলিক পরিবেশ দখল করে বয়ে চলেছে।
এই হিন্দি ভাষার ছবি ‘আলফা, বেটা, গামা’ আছে। মোটেও বিজ্ঞানের বিষয় আশয় নয়, একটি রোমান্টিক কমেডি ছবি।
বহুভাষী ভারতের আসাম ও অরুনাচল প্রদেশের আদিবাসী মিরি বা মিশিংদের ভাষায় বানানো ‘বোম্বা রাইড’ থাকছে। তারা প্রধানত আসামে থাকেন। ২০১১ সালের হিসেবে এখানে তাদের সংখ্যা ছিল ৬ লাখ ৮০ হাজার ৪শ ২৪ জন। অরুনাচলে তারা তখন মোটে ৭ হাজার ১২ জন। তারা ভারত সরকারের তালিকাভুক্ত আদিবাসী। সেখানে নাম লেখা ‘মিরি’। তাদের ভাষার নাম ‘মিশিং’। কখনো তাদের মিশিং বলা হয়। তারা তিব্বতের মানুষ।
হিন্দি ও মারাঠি ভাষা মিলিয়ে বানানো ছবি ‘দূরবীন’ আছে। একজন ছোট্ট শহরের মঞ্চাভিনেতার মুম্বাইতে বড় তারকা হবার স্বপ্ন নিয়ে বানানো। নায়কের নাম পঙ্কজ।
ভারতের দশম প্রেসিডেন্ট কে. আর. নারায়াননের মালায়ালাম ভাষার ছবি ‘ট্রি ফুল অব প্যারটস’ আছে কানে।
ছবি : টম ক্রুজের মেভেরিক