ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য হলে দেখানো হবে ‘অন্যদিন’
বাংলাদেশের ভিন্নধারার চলচ্চিত্র নির্মাতা কামার আহমেদ সাইমনের ‘অন্যদিন’ ছবিটি তিনটি দেশের অর্থায়নে বানানো ছবি। টাকা লগ্নি করেছেন বাংলাদেশ-নরওয়ে-ফ্রান্সের চলচ্চিত্র প্রযোজকরা।
বিশ্বের সবচেয়ে সুন্দর সিনেমা হল নেদারল্যান্ডেসের ‘টুশিন্সকি থিয়েটার’-এ নভেম্বরে দেখানো হয়েছে বাংলাদেশের এই ছবি।
পরিচালক কামার আহমেদ সাইমন জানিয়েছেন, “এবার ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য বা ওয়াল্র্ড হেরিটেজ, বিশ্ব সম্পদ অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির ‘স্টেট থিয়েটার’-এ প্রদর্শিত হবে অন্যদিন।”
‘দেখানো হবে ১৪ জুন দুপুর তিনটা থেকে।’
‘সিডনি ফিল্ম ফেষ্টিভ্যালের জমকালো অয়োজনের অংশ নিচ্ছে বাংলাদেশের অন্যদিন। অফিশিয়াল সিলেকশন রাউন্ডে প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচিত বিভাগে বাংলাদেশের ছবিটি প্রদর্শন পরিচালক, এই দেশের জনগণ ও বাংলাভাষাপ্রেমীদের জন্য অবশ্যই গর্বের’-বলেছেন তিনি।
আজ ১১ মে সকালে চলচ্চিত্র উৎসবটির পরিচালক ন্যাশেন মুডলি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
তিনি আরো বলেছেন-“সারা বিশ্বের মোট ৬৫টি দেশের ২শর বেশি ছবি নানা বিভাগে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসরে দেখানো হবে। তাদের অন্যতম নির্বাচন করা হয়েছে বাংলাদেশের ‘অন্যদিন’কে।”
৮ থেকে ১৯ জুন মোট ১১ দিন চলবে বিভিন্ন সিনেমা হলে সিডনি ফিল্ম ফেষ্টিভ্যালের ছবিগুলো।
প্রদর্শনীটিতে সারা বিশ্বের চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী ও প্রযোজকদের সঙ্গে ছবি দেখবেন ও নিজেদের ছবি প্রদর্শন করবেন কামার আহমেদ সাইমন এবং প্রযোজক সারা আফরিন।
তারা এর মধ্যেই আমন্ত্রণ পত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন পরিচালক।
ওএস।