রাষ্ট্রীয় মর্যাদায় শিবকুমার শর্মা’র শেষ বিদায়
ভারতের সবচেয়ে বিখ্যাত ক্লাসিক্যাল সঙ্গীতবিদদের অন্যতম পন্ডিত শিবকুমার শর্মা।
তিনি ভারতের জম্মু ও কাশ্মীরের লোক বাদ্যযন্ত্র সন্তুরকে বিশ্বদরবারে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করার গৌরবের অধিকারী।
তিনি ছিলেন ৮৩ বছর।
গতকাল বুধবার ১০ মে সকালে একটি হার্ট অ্যাটাকের পর তিনি তার মুম্বাইয়ের পালি হিলের বাড়িতে মারা গিয়েছেন।
আজ বৃহস্পতিবার ১১ মে এই মহান শিল্পীকে তার পরিবার ও ঘনিষ্ঠবন্ধুদের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মযাদায় দাহ করা হয়েছে।
তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত ক্লাসিক্যাল মিউজিশিয়ানের অন্যতম।
ভারতীয় সিনেমার ইতিহাসেও অন্যতম নামকরা সঙ্গীত পরিচালক। বিশ্বখ্যাত বাঁশিবাদক পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ও তিনি মিলে ‘শিব-হরি’ জুটি গড়ে তুলেছিলেন। তাদের নামকরা সঙ্গীত পরিচালনা আছে সিলসিলা, লামহে, চাঁদনি ও দ্বারের মতো ছবিতে।
মুম্বাইয়ের জুহু সাগর সৈকতে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এখানেই সর্বস্তরের ভক্ত ও অনুরাগী, সঙ্গীতপ্রেমীদের তাকে শ্রদ্ধা জানানোর জন্য তার শবদেহ রাখা হয়েছিল। এরপর এই শহরের ভাইল পার্লে নামের স্থানের পাওয়ান হ্যান্স শশ্মানে তার দেহটি মর্যাদার সঙ্গে দাহ করা হয়েছে।
তার পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী মনোরোমা, দুই ছেলে রাহুল ও রোহিত উপস্থিত ছিলেন।
বন্ধুদের মধ্যে দীর্ঘকালের সহকর্মী হরিপ্রসাদ চৌরাশিয়া ও তবলার ওস্তাদ জাকির হোসেন এই সময় উপস্থিত ছিলেন।
একটি গান স্যালুটের পর তার শেষ কৃত্যানুষ্ঠান করেছেন ছেলেরা।
ওএস।