একসঙ্গে অভিনয়ে ফিরতে চান শবনম ও মৌসুমী
বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম ও প্রিয়দর্শিনী মৌসুমী। দীর্ঘ ক্যারিয়ারে তারা একবারই একটি সিনেমায় অভিনয় করেছিলেন। কাজী হায়াৎ পরিচালিত সিনেমার নাম ‘আম্মাজান’। এটি ১৯৯৯ সালের ২৫ জুন মুক্তি পায়।
এরপর শবনম আর নতুন কোনো সিনেমাতে অভিনয় করেননি। তবে এখনও তার প্রবল আগ্রহ রয়েছে মৌলিক গল্পের সিনেমায় অভিনয় করার। সিনেমাতে শবনম আর অভিনয় না করলেও মৌসুমী নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।
কিছুদিন আগে আমেরিকা থেকে ফিরেছেন মৌসুমী। দেশে ফিরেই তিনি আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে রোজার আগে শিল্পী সমিতি আয়োজিত ইফতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন শবনম। আবার গেল মা দিবসে আয়োজিত ‘মা পদক’ ২০২২-এ ‘মা পদক’-এ ভূষিত হন শবনম। সেদিনই অভিনয়ে ফেরা নিয়ে কথা বলেন তিনি। প্রাসঙ্গিকতায় মৌসুমীর কথাও উঠে আসে।
শবনম বলেন, ‘অভিনয়তো করতেই চাই। অভিনয় না করতে করতে জীবন থেকে দেখতে দেখতে ২২টিরও বেশি বছর চলে গেল। কিন্তু এর মধ্যে আর নতুন কোনো সিনেমাতে অভিনয় করা হয়ে উঠল না। শরীর যদিও এখন আর আগের মতো ভালো নেই। তারপরও অভিনয় করতে ইচ্ছে করে। শিল্পী মনতো, মৃত্যুর আগ পর্যন্ত এই আকাঙ্ক্ষা রয়ে যাবে। মৌসুমী খুব ভালো অভিনত্রেী, ভালো একজন মানুষ। ভীষণ মিষ্টি করে কথা বলে। একটি সিনেমাতেই আমার সঙ্গে অভিনয় করেছে। এখনও দেখা হলে যে শ্রদ্ধা প্রদর্শন করে, বিনয়ের সঙ্গে কথা বলে তা আমাকে মুগ্ধ করে। যদি আবার সুযোগ আসে আমাদের একসঙ্গে কাজ করার তবে অবশ্যই অভিনয় করব।’
এ সম্পর্কে মৌসুমী বলেন, ‘কিছুদিন আগে শবনম আপা পাকিস্তান গিয়েছিলেন। সেখানেও দেখলাম একটি সিরিজে তিনি অভিনয় করেছেন। কী চমৎকারভাবে তাকে সেই সিরিয়ালে তুলে ধরা হয়েছে। আমাদের দেশে তিনি বসে বসেই সময় পার করছেন। এমন একজন কিংবদন্তি শিল্পীকে আমাদের কাজে লাগানো উচিত। শবনম আপার সঙ্গে একটি সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছি। তাতে আমি যা শিখেছি, আমার চলার তা পথে অনেক কাজে লেগেছে। আমি তার সান্নিধ্যে সবসময়ই ভীষণ পুলকিত হই। তিনি সত্যিকার অর্থেই অনেক বড় একজন শিল্পী, বড় মনের একজন মানুষ। আমি তার সুস্থতা কামনা করি সবসময়।’
এএম/টিটি