জামালপুরে ‘গলুই’ চলতে বাধা নেই
জামালপুরে একটি মাত্র প্রেক্ষাগৃহ থাকায় দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থায় তিনটি অডিটোরিয়াম ভাড়া করে ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘গলুই’-এর প্রদর্শনী হচ্ছিল।
সিনেমাটি দেখতে প্রতিদিনই ভিড় করছিল হাজারো দর্শক। তবে আইন বলছে, এমন ব্যবস্থায় সিনেমা চালানো অবৈধ। যার কারণে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোর্শেদা জামানের নির্দেশে।
ঢাকাপ্রকাশ-কে এমন অভিযোগ করেন এই সিনেমার পরিচালক এসএ হক অলিক। এরপর থেকেই শুরু হয় তুমুল বিতর্ক। বিতর্কের মাত্রা বাড়ায় আবারও নিজেদের সিন্ধান্ত থেকে সরে আসলেন জামালপুর জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
জানা গেছে, অডিটোরিয়ামগুলোতে ‘গলুই’ সিনেমার প্রদর্শনীতে আর কোনো বাধা নেই। বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা আসলে গলুই সিনেমার প্রদর্শনী ওই অর্থে বন্ধ করিনি। তবে আবারও গলুই সিনেমা চলবে এ বিষয়ে আমরা মৌখিকভাবে বলে দিয়েছি সিনেমা কর্তৃপক্ষকে’।
গলুই সিনেমার পরিচালক এসএ হক অলিক বলেন, ‘১৯১৮ সালে একটি আইনের দোহাই দিয়ে এভাবে সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তবে আবারও সিনেমা প্রদর্শনের অনুমতি দেওয়ায় জেলা প্রশাসন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আশা করি দর্শকরা আবারও গলুই সিনেমা দেখতে আসবে।’
শাকিব খান ও চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত এটি দেশের ২৯টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। তবে জামালপুরে সিনেমা হল না থাকায় পরিচালক নিজেদের উদ্যোগে ইমলামপুর, মাদারগঞ্জ এবং জামালপুর সদর উপজেলার অডিটোরিয়াম এবং শিল্পকলা একাডেমির হল ভাড়া করে দর্শকদের সিনেমাটি দেখার ব্যবস্থা করেন।
উল্লেখ্য, ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পায়। এতে শাকিব-পূজার পাশাপাশি আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।
এএম/এমএমএ/