বিখ্যাত গায়ক মিকি গিলি আর নেই
দেশের গানের বিখ্যাত মার্কিন গায়ক মিকি গিলি আর নেই। ৭ মে শনিবার যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ব্রানসন শহরে তিনি মারা গিয়েছেন। নিশ্চিত করেছেন তার প্রচারাভিযান কর্মকর্তা জ্যাক ফানম।
মিকি গিলি ছিলেন পশ্চিমের ‘আরবান কাউবয়’ বা শহরের রাখাল স্টাইলের পথিকৃত।
‘দি নাচেজ’ নামে খ্যাত এই তারকা গায়ক মিসিসিপির সন্তান। তার মৃত্যুর সময় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৮৬ বছর।
মিকি গিলি জীবনের শেষ ট্যুর কনসার্ট করেছেন এপ্রিলে। মোট ১০টি কনসার্টে অংশ নিয়েছিলেন। এরপর বাড়িতে ফিরেছিলেন।
গিলির মোট ১৭ টি প্রথম স্থান লাভ করা দেশের গানের রেকর্ড আছে। তার সবচেয়ে বিখ্যাত গান হলো-‘রুম ফুল অব রোজেস’। এটি প্রকাশিত হয়েছে ১৯৭৪ সালে।
১৯৮০ সালে তার একটি গান ‘স্টান্ড বাই মি’ গানটি প্রকাশিত হয়। এই রেকর্ডটি কান্ট্রি ফ্লেবারের, কভার করেছেন বেন ই.কিং (বেঞ্জামিন আল কিং)। তিনি একজন কৃষ্ণাঙ্গ সোল, রিদম অ্যান্ড ব্লু গায়ক ও প্রযোজক। এই গানটি দেশের গানের তালিকায় এক নম্বর ছিল। সমকালীন গানের তালিকায় তিন নম্বরে ছিল।
মিকি গালির পড়তি ক্যারিয়ার আবারও ঘুরে দাঁড়িয়েছিল ‘আরবান কাউবয়’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় হলিউডের বিশ্বখ্যাত তারকা জন ট্রাভোল্টা অভিনয় করেছেন। এর সেট তৈরি করে শুটিং করা হয়েছে টেক্সাস অঙ্গরাজ্যের পেসেডিনা শহরে মিকি গিলির নিজের কাউবয় স্টাইলের নাইটক্লাবে।
২০১৫ সালে এই গায়ককে ৫০তম ‘এ্যানুয়াল অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড’-এ তিনটি আলাদা পুরস্কারের ‘দি ট্রিপল ক্রাউন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অনুষ্ঠানটি হয়েছে টেক্সাসের আলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে, ১৯ এপ্রিল।
তিনি শুরুর দিকের একজন দেশের গায়ক হিসেবে নিজের থিয়েটার চালু করেছেন ১৯৮৯ সালে মিসৌরির ব্রানসনে। এই শহর ও ওজাক হ্যামলেটকে তিনি একটি উল্লেখযোগ্য পর্যটন শহরে রূপদান করতে সাহায্য করেছেন।
১৯৮৪ সালে তাকে ‘হলিউড ওয়াক অব ফেম’-এ জায়গা করে দেওয়া হয়েছে। ফলে তিনি সহযাত্রী ও আত্মীয় দেশের গানের শিল্পী জেরি লি লুইসের অনুসারী হলেন। দি কিলার নামের এই গায়ক, গীতিকার ও পিয়ানোবাদককে রক অ্যান রোলের প্রথম বন্য ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। ২০ শতকের তিনি সবচেয়ে প্রভাবশালী পিয়ানোবাদকদের একজন। তার সবচেয়ে বিখ্যাত গান ‘গ্রেট বলস অব ফায়ার’। তিনি মিকির চলে যাওয়ায় বলেছেন, ‘আমার প্রিয় বন্ধু মিকি গিলিকে হারানোতে চিরদিনের জন্য ভেঙে গেল। যখন আর একজনও পারলো না, তখন সে আমাকে বিশ্বাস করেছিল।’
মিকি গিলি রেখে গিয়েছেন স্ত্রী সিন্ডি লোব গিলিকে। তার চার ছেলে মেয়ে আছে-ক্যাথি, মাইকেল, গ্রেগরি ও কিথ রে। তাদের ঘরে তার চারজন নাতি-নাতনি এবং তাদের ঘরে নয়জন আছেন।
ওএস।