ডিসির নির্দেশে ‘গলুই’ সিনেমার প্রদর্শনী বন্ধ
জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোর্শেদা জামানের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ সিনেমার প্রদর্শনী।
ঢাকাপ্রকাশ-কে এমন অভিযোগ করেছেন এই সিনেমার পরিচালক এসএ হক অলিক। শাকিব খান ও চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত এটি দেশের ২৯টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। তবে জামালপুরে সিনেমা হল না থাকায় পরিচালক নিজেদের উদ্যোগে বিভিন্ন অডিটোরিয়াম এবং শিল্পকলা একাডেমির বিভিন্ন হল ভাড়া করে দর্শকদের সিনেমাটি দেখার ব্যবস্থা করেছিলেন। এতে দর্শকদের ইতিবাচক সাড়াও পাচ্ছিলেন ‘গলুই’ টিম। প্রথম দিন থেকেই দর্শকদের উপচে পড়া উপস্থিতি আশায় বুক বাঁধছিলেন প্রযোজক, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীরা।
তবে আশার পথে বেশিদূর এগোতে পারেনি গলুই। থেমে যেতে হলো মাঝ পথেই। কারণ হিসাবে জানা গেছে, ১৯১৮ সালের আইন অনুযায়ী প্রেক্ষাগৃহ ব্যতীত সিনেমা প্রদর্শনী নিষেধ। জামালপুরে একটি মাত্র প্রেক্ষাগৃহ থাকায় দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থায় তিনটি অডিটোরিয়াম ভাড়া করে ‘গলুই’ প্রদর্শনী হচ্ছিল। সিনেমাটি দেখতে প্রতিদিনই ভিড় করছে হাজারো দর্শক। তবে আইন বলছে, এমন ব্যবস্থায় সিনেমা চালানো অবৈধ। যার কারণে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দেয়া হয়।
পরিচালক এসএ হক অলিক বলেন, ‘হঠাৎ করেই তিনদিন আগে জামালপুর ইসলামপুরে ফরিদুল হক অডিটোরিয়ামে প্রদর্শনী চলাকালীন অর্ধেক সময়ে ইসলামপুর উপজেলার থানা নির্বাহী কর্মকর্তা মু: তানভীর হাসান রুমান এটি বন্ধ করে দেন। পরে আমরা দর্শকদের টাকা ফেরত দিয়ে দেই। পরবর্তীতে জামালপুর সদর ও মাদারগঞ্জ উপজেলার প্রদর্শীগুলো পর্যায়ক্রমে ডিসির নির্দেশে বন্ধ করে দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘১৯১৮ সালের একটি পুরোনো আইনের দোহাই দিয়ে জামালপুরের ডিসি সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দিলেন। ওই আইনে আছে, প্রেক্ষাগৃহ ব্যতীত অন্য কোথাও বাণিজ্যিকভাবে সিনেমা প্রদর্শন করা যাবে না। এখন দেখেন একমাত্র মেলান্দহ ছাড়া জামালপুরের আর কোথাও কোনো প্রেক্ষাগৃহ নেই। সিনেমাটি দেখানোর বিকল্প পথ হিসেবে আমরা অডিটরিয়ামগুলোকে বেছে নিয়েছিলাম। যেখানে প্রধানমন্ত্রী পর্যন্ত সিনেমা শিল্পকে সহায়তা করতে বলেছেন সেখানে জামালপুরের ডিসির এমন নির্দেশনায় আমরা সত্যিই হতবাক হয়েছি। ডিসির এমন অসহযোগিতা কাম্য নয়।’
এ সম্পর্কে ইসলামপুর উপজেলার থানা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান ঢাকাপ্রকাশকে বলেন, ‘সিনেমাটোগ্রাফি ১৯১৮ সালের আইনের ৪, ৫ ও ৬ ধারায় স্পষ্ট আছে সিনেমা হল ব্যতীত অন্য কোথাও বাণিজ্যিকভাবে সিনেমা প্রদর্শনী করা যাবে না। অডিটোরিয়ামগুলোতে বাণিজ্যিকভাবে সিনেমা প্রদর্শনের সরকারি লাইসেন্স নেই তাই জেলা প্রশাসকের নির্দেশে আমরা এর প্রদর্শনী বন্ধ করে দিয়েছি।’
অডিটোরিয়ামে সিনেমা দেখানোর জন্য কোনো অনুমতি পরিচালক বা প্রযোজক নিয়েছিলেন কি না এমন প্রশ্নের জবাবে মু. তানভীর হাসান রুমান আরও বলেন, ‘ঈদের আগে মৌখিকভাবে অনুমতি চেয়েছিল এর পরিচালক। আমিও ইসলামপুরে চালানোর জন্য মৌখিকভাবে অনুমতি দিয়েছিলাম। তবে তাদেরকে লিখিতভাবে কোনো অনুমতি দেইনি।’
এ বিষয়ে বিস্তারিত জানতে জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামানকে তার মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পায়। এতে শাকিব-পূজার পাশাপাশি আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।
এএম/এমএমএ/