স্টার সিনেপ্লেক্সে এগিয়ে ‘শান’, পেছনে ‘গলুই’
ঈদে মুক্তি পেয়েছে ‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’ ও ‘বড্ড ভালোবাসি’ চারটি সিনেমা। এর মধ্যে রয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার নায়ক শাকিব খান অভিনীত দুই সিনেমা এসএ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ এবং সেলিম খানের পরিচালনায় ‘বিদ্রোহী’। শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিদ্রোহী’ সিনেমা দেশের সর্বাধিক ১০৩ সিনেমা হলে মুক্তি পেলেও স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মুক্তি পেয়েছে ‘গলুই’।
অন্যদিকে স্টার সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় বড় বড় মোট ৩৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত পুলিশি অ্যাকশন সিনেমা ‘শান’।
এই সিনেমার মাধ্যমে দেশের এক নম্বর নায়ক শাকিব খানের রাজত্বে হানা দিয়েছে সিয়াম। ‘শান’ সিনেমার মাধ্যমে শাকিব খানকে পেছনে ফেলে সামনে চলে এসেছেন তিনি। সরেজমিনে পর্ববেক্ষণ করে এবং স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে শান সিনেমার পেছনেই রয়েছে গলুই। তবে দুটি সিনেমাই দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে।
স্টার সিনেপ্লেক্স একটি সূত্র ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘শান ও গলুই দুটি সিনেমাই ভালো যাচ্ছে। তবে দর্শক বেশি টানছে শান সিনেমা। অর্থ্যাৎ গলুই এর চেয়ে শান এগিয়ে আছে। সেল রিপোর্টও গলুই এর চেয়ে শান এগিয়ে। এটা শুধু বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখার ফলাফল নয়, স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখার ক্ষেত্রেই একই ফলাফল রয়েছে। বাংলা সিনেমা আগের চেয়ে ভালো যাচ্ছে এটা সিনেমার জন্য সুখকর বিষয়।’
তবে শাকিব ভক্তরা অবশ্য এটা মানতে নারাজ। তারা মনে করেন শাকিব খানের চেয়ে সিয়াম এগিয়ে কীভাবে? জরিপ ও স্টার সিনেপ্লেক্সের হল রিপোর্ট বলছে শাকিব খানের সিনেমার চেয়ে সিয়ামের সিনেমা বেশি ভালো যাচ্ছে। ফলাফলে যেহেতু শাকিবের চেয়ে সিয়াম এগিয়ে তাহলে বলাই যায় অবশেষে শাকিবের একক রাজত্বে সিয়াম হানা দিয়ে সফলতার পথে হেঁটে চলেছেন।
‘শান’ সিনেমায় সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
শাকিব খান অভিনীত সিনেমা ‘গলুই’ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও বিস্তির্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি।
এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় আরও রয়েছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
অন্যদিকে ‘বিদ্রোহী’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী ও মৃদুলা।
এএম/এমএমএ/