মহিলা সমিতিতে ২ নাটক
প্রাঙ্গণেমোর নাট্যদল শুক্রবার (৬ মে) বিশ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ২০০৩ সালের এই দিনে প্রাঙ্গণেমোর প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে ১৫টি নাটক মঞ্চে এনেছে দলটি। এ ছাড়া দেশ ও দেশের বাইরে ১১টি নাট্যোৎসবের আয়োজন করেছে তারা।
দলের ২০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুটি নাটক মঞ্চস্থ করবে দলটি।
শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৭টায় বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘হাছনজানের রাজা’ নাটকটি মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
‘হাছনজানের রাজা’ নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রামিজ রাজু। এছাড়া আরও অভিনয় করেছেন— আউয়াল রেজা, সাগর রায়, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, সুজয়, রাহুল, সুমন, প্রকৃতি, প্রীতি ও বাঁধন।
এ ছাড়া শনিবার (৭ মে), সন্ধ্যা ৭টায় একই হলে ররীন্দ্রনাথের ১৬১তম জন্মদিন উপলক্ষে ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটি মঞ্চায়িত হবে। নাটকটি রচনা, নির্দেশনা, মঞ্চ পরিকল্পনা, পোষাক পরিকল্পনা, মেকআপ ও গেটআপ পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।
এই নাটকটিতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, সুজয় দাস ও সরোয়ার সৈকত।
এএম/আরএ/